L O A D I N G

শা প্রায়োরিটি সার্ভিস : এসআইএস লাউঞ্জ

কোভিড-১৯ তথা করোনার মহামারির সামগ্রিক অবস্থা বিবেচনা করে শা এসোসিয়েটস হাতে নিয়েছে এই ব্যতিক্রমী উদ্যোগ | শা প্রায়োরিটি সার্ভিস – স্পেশাল ইম্পরট্যান্ট স্টুডেন্ট ( SIS ) লাউঞ্জ |

কাদের জন্য এই সার্ভিস ?
১. যে সকল স্টুডেন্টসদের একাডেমিক IELTS 7.0 থেকে 8.5
২. সিজিপিএ 3.25 টু 3.90 , জিপিএ : গোল্ডেন 5
৩. ফিনান্সিয়াল এবিলিটি : মিনিমাম ৫০ লক্ষ টাকা লিকুইড মানি এভেইলেবল
৪. স্ট্রং সোশ্যাল এন্ড ফ্যামিলি স্টেটাস ( বিজনেস , সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা )

উপরের এই রিকুয়ারমেন্টগুলো যাঁদের রয়েছে , কেবলমাত্র তাঁরাই আসবেন আমাদের প্রায়োরিটি সার্ভিস নিতে | আপনার জন্য থাকছে স্পেশাল মেডিকেটেড রুম, একজন সার্বক্ষণিক এক্সপার্ট কনসালটেন্ট , সিইও-র সাথে সরাসরি সাক্ষাতের পর ফাইল ওপেনিং , লাইট রিফ্রেশমেন্ট ও সার্বিক নিরাপত্তা |

আপনার প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্টস পাঠান এই ইমেইল আইডিতে : [email protected]

এই প্রথম বাংলাদেশে ….আপনি হউন আমাদের প্রথম ভাগ্যবান এসআইএস …স্পেশাল ইম্পরট্যান্ট স্টুডেন্ট , আমাদের প্রায়োরিটি ষ্টার | —- শা অ্যাডমিন ম্যানেজার 

Leave a Comment