L O A D I N G

শা এসোসিয়েটস কর্পোরেট অফিস ঘুরে গেলেন UCW-র টিম ( University Canada West )

স্টুডেন্ট রিক্রুটমেন্ট ও মার্কেটিং প্রমোশন পলিসি ডেভেলপমেন্ট করতে সম্প্রতি বাংলাদেশ ঘুরতে এলেন কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার ইউনিভার্সিটি কানাডা ওয়েস্টের একটি প্রতিনিধি দল | বা’ থেকে মিস্টার ওয়াহেদ সালমান ( কান্ট্রি ম্যানেজার , UCW ); মিস্টার কল্যাণ মোহন ( রিজিওনাল ডিরেক্টর , সাউথ এশিয়া ), মিস্টার দীপাংশ সিংলা ( অ্যাসোসিয়েট ডিরেক্টর , সাউথ এশিয়া ), আমাদের সিইও সুপ্রিয় কুমার চক্রবর্তী এবং সবশেষে রুসলান শাহ আদিব স্যার ( জুনিয়র কনসালটেন্ট ) |

দ্যা ইউনিভার্সিটি কানাডা ওয়েস্টকে বাংলাদেশে প্রথম নিয়ে এসেছে শা এসোসিয়েটস এবং আজ অবধি এই বিশ্ববিদ্যালয়টির সাথে চমৎকার বিজনেস রিলেশনশিপ মেইনটেইন করে যাচ্ছে | কারণ, অতি দ্রুততম সময়ে কানাডার কোনো ইউনিভার্সিটি থেকে এমবিএ-র অফার লেটার আনা , সেটা একমাত্র UCW-র দ্বারাই সম্ভব | কারণ, IELTS 6.5 ( no less than 6.0 in any module) ; গুড সিজিপিএ , মিনিমাম এক বছরের জব এক্সপেরিয়েন্স থাকলেই UCW থেকে MBA অফার লেটার পাওয়া সময়ের ব্যাপার মাত্র | এই ভার্সিটির এমবিএ অফার লেটার দিয়ে ভিসা এপ্লিকেশন সাবমিশনে আমাদের সাকসেস রেট ৯০% |

আমরা আশা করবো , UCW তাদের ব্যবসায়িক পলিসি বৃদ্ধির সময় এজেন্টস নির্বাচনে অনেক কৌশলী হবেন, একটি এজেন্টসের রেপুটেশন , সাকসেস স্টোরিজ ও কোম্পানির প্রোফাইল দেখে সিদ্ধান্ত নিবেন | অন্যথা গৎবাধা অফার লেটার ইসু করে আর ভিসার জন্যে এক গাদা ফাইল জমা পড়লে সিঙ্গাপুরের কানাডিয়ান হাইকমিশন হয়তো ভাববে,……কানাডাতে এমবিএ অফার লেটার বোধহয় চাইলেই পাওয়া যায় ! অতএব, আমাদের অনুরুধ , এজেন্টস নির্বাচনে আরো চুজি হউন এবং ভার্সিটির রেপুটেশন ধরে রাখুন | — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment