L O A D I N G

শা এসোসিয়েটসের নতুন সূত্র C=E^2

বিজ্ঞানের অনেক সূত্রের মধ্যে আমরা নতুন এক সূত্র আবিষ্কার করেছি। সেটা হলো: C=E^2 (ই স্কয়ার)। C মিন্স কানাডা, E^2 মিন্স (এডুকেশন+এমপ্লয়মেন্ট)। সত্যি, কানাডায় যাওয়া মানেই আপনার এডুকেশন প্লাস এমপ্লয়মেন্ট (চাকুরী) দুটোই নিশ্চিন্ত। সেই ভরসার জায়গায় যেতে হলে আপনার তো কাউকে না কাউকে বিশ্বাস করে তাঁর কাঁধে ভর করেই যেতে হবে। আসুন, শা এসোসিয়েটসের দক্ষ অভিজ্ঞ কনসালটেন্টের সুপরামর্শ নিন, তাঁর গাইডমতো নিজেকে পরিচালনা করুন। আপনি হয়তো আপনার জায়গায় অনেক বুদ্ধিমান ও ডাইনামিক; আমরা আমাদের জায়গায় বস (BOSS)। গতানুগতিক কনসালটেন্সি ফার্মের সাথে আমাদেরকে মিলিয়ে ফেলেছেন তো ভুল করছেন। আমাদের কাছে আপনি শুধু সৎ পরামর্শটাই ফ্রি পাবেন, আর বাকি সব আপনাকে অর্থের বিনিময়েই করতে হবে। ভিসার পরে টাকা, পৌঁছার পরে টাকা ,নো ভিসা নো মানি, ভিসার আগে-পরে নো সার্ভিস চার্জ…. এই জাতীয় শব্দের সাথে বাক্যের সাথে শা এসোসিয়েটস গত বিশ বছরে অভ্যস্ত হয়নি, ভবিষ্যতে হবেও না! নতুন সূত্রের ভুবনে আপনাকে স্বাগতম।

Leave a Comment