L O A D I N G

ভিসা এপ্লিকেশন ও ফল সেশন – কেন গুরুত্বপূর্ণ ?

সেপ্টেম্বর ২০২২ ( ফল ) সেশনে ভিসা এপ্লিকেশন ফাইল জমা দেবার সর্বশেষ ডেডলাইন ১৫ই জুন | তা না হলে আপনি মিস করবেন এই ফল সেশন | কারণ, ফল সেশনে কানাডার প্রায় হান্ড্রেড পার্সেন্ট ইউনিভার্সিটি ও কলেজ যে কোনো সাবজেক্টে যে কোনো লেভেলে অফার লেটার ইস্যু করে থাকে; যা অন্য কোনো সেশনে ( উইন্টার কিংবা স্প্রিং/সামার ) থাকে না | তখন আপনার কষ্টার্জিত কাঙ্খিত অফারলেটারটি অযথাই ব্যাকলগে ( BackLog ) পরে থাকবে | যা হয়তো আপনার জীবনে অহেতুক বিড়ম্বনা ও কষ্টের কারণ হতে পারে |

অতএব, আমরা অনুরুধ করবো — আপনি যদি নিজে নিজে ট্রাই করে অফার লেটার এনে থাকেন ; তাহলে দেরী না করে এক্ষুনি আমাদের এক্সপার্টের হেল্প নিন | নিশ্চিন্ত করুন আপনার ভিসা | একটি নিখুঁত ফাইল সাবমিশন আপনার অনেকদিনের স্বপ্ন পূরণের জন্যে যথেষ্ট | আমাদের ব্লগে প্রকাশিত ৭৫০০ সাকসেস স্টোরিজ থেকে খুঁজে নিন আপনার পরিচিত বন্ধু , শুভাকাঙ্খী কিংবা সিনিয়র ফেলোকে|

মনে রাখবেন , একটি সিলি মিস্টেক আপনার হাজার সম্ভাবনাময় ফাইলটিকে নস্যাৎ করে দিতে পারে | যে কোনো কাজে একজন এক্সপার্টের কাজের অভিজ্ঞতাকে মূল্য দিয়ে আপনার স্বপ্ন ও সাফল্য সেলিব্রেট করুন | — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment