L O A D I N G

নর্থ সাউথ ইউনিভার্সিটির একশো শাহাদাতের কারণেই শা এসোসিয়েটস আজ বাংলাদেশের স্বনামধন্য শীর্ষস্থানীয় এডুকেশন এন্ড ক্যারিয়ার কনসালটেন্সি প্রতিষ্ঠান ।

কংগ্রাচুলেশন্স মোহাম্মদ শাহাদাত হোসাইন । নর্থ সাউথ ইউনিভার্সিটির আরেকটি পালক খসে পড়লো কানাডার ভ্যানকুভারে । আমাদের আন্তরিক ধন্যবাদ শাহাদাত ভাইয়ের এমপ্লয়ার দারাজ গ্রূপকে । ক্যারিয়ারে একটি এমবিএ ডিগ্রি যে কত মূল্যবান , সেটা উপলব্ধি করে শাহাদাত ভাই আমাদের সিনিয়র কনসালটেন্ট আল-আমিন স্যারের সাথে দেখা করলেন এবং স্বপ্নের দৌঁড়গোড়ায় পৌঁছতে বেশী সময় নেননি । আমাদের হৃদয় নিংড়ানো ভালবাসা শাহাদাত ভাইয়ের জন্য আর শ্রদ্ধা ও সালাম উনার পিতা-মাতাকে । নর্থ-সাউথের একশো শাহাদাতের কারণেই শা এসোসিয়েটস আজ বাংলাদেশের স্বনামধন্য শীর্ষস্থানীয় এডুকেশন এন্ড ক্যারিয়ার কনসালটেন্সি প্রতিষ্ঠান । — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment