L O A D I N G

ঢাকার একটি কনসালটেন্সি ফার্ম থেকে আমেরিকার জন্য ট্রাই করে রিফিউজ্ড হয়ে কানাডার কেপ ব্রেটন ইউনিভার্সিটিতে তান্হা তানজিলা!

দারুন আত্মবিশ্বাসী মেয়ে তান্হা তানজিলা ! চট্টগ্রামের মেয়ে তানজিলা ধর্মীয় অনুশাসনে বড় হয়ে উঠলেও উচ্চ শিক্ষার জন্যে নজর কিন্তু আমেরিকা ও কানাডায় | ঢাকার একটি কনসালটেন্সি ফার্ম থেকে আমেরিকার জন্য ট্রাই করে রিফিউজ্ড হয়ে আর দেরি করেনি তানজিলা | আমাদের ফেসবুকের এক্টিভ মেম্বার ও সে | কিন্তু আমরা তাকে আমেরিকার ভিসার জন্যে দাঁড়াতে মানা করেছিলাম | যাই হোক, তানজিলা আমেরিকার এম্বেসী থেকে রিফিউজাল লেটার নিয়ে সোজা আমাদের পান্থপথ অফিসে ! দেখা করলেন সিনিয়র কনসালটেন্ট মোহাম্মদ আল-আমিন সাহেবের সাথে | মাত্র এক মাসের মধ্যে কানাডার ইউনিভার্সিটিতে ভর্তি , ভিসা সব কিছু ম্যাজিকের মতো সার্ভিস দিয়ে তান্হাকে আমরা একরকম তাক লাগিয়ে দিয়েছি | তান্হা এবার বুঝতে পেরেছে , শা এসোসিয়েটস আসলে কি ধরণের প্রতিষ্ঠান !!

হাওয়ার উপর কনসালটেন্সি করে কোনোমতে একজন ছাত্র-ছাত্রীকে দাঁড় করিয়ে দিলেই ভিসা হয়ে যাবে……তারপর কিছু টাকা নিয়ে ফাউ ক্রেডিট নেবার জন্যে যে সব ফার্ম ঢাকা শহরে অলি-গলিতে ব্যবসা গেঁড়ে বসেছেন, তাদের জন্য আমাদের পরামর্শ ” দয়া করে ঝড়ে বক মারা বন্ধ করুন ! তান্হা তানজিলার মতো মেধাবী ছাত্রীদের ক্যারিয়ার নিয়ে মশকরা করবেন না ! প্লিজ ! ” কানাডার কেপ ব্রেটন ইউনিভার্সিটিতে আন্ডারগ্রেড করতে আগামী এগারো তারিখ ঢাকা ছাড়বে তানজিলা | পারিবারিক ধর্মীয় অনুশাসনের মধ্যেও যে আধুনিক মন-মানসিকতার প্রগতিশীল ঘরানার ফাস্ট ওয়ার্ল্ড কান্ট্রির ছাত্রী হওয়া যায় ….সেটা সম্ভব শুধুমাত্র নিজের প্রতি আত্মবিশ্বাস ও গভীর ভালোবাসা থাকলে ……যেটা আগেই লিখেছি ! তান্হা তানজিলাকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা || — শা অ্যাডমিন ম্যানেজার
( Short history of Tanha Tanjila: student of Chittagong Model School & College, SSC & HSC: A+, IELTS 7.5 )

Leave a Comment