L O A D I N G

ডাঃ: ইয়াসমিন এর সার্বিক উন্নতি প্রত্যাশা করছি

ডাঃ নাহরীন ইয়াসমিন, পাইওনিয়ার ডেন্টাল কলেজ থেকে BDS ( ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি ) পাশ করে আর দেরী করেননি ! কানাডার নামকরা কলেজ ফ্লেমিং কলেজে ডিপ্লোমা ইন ডেন্টাল হাইজিন এন্ড অক্সিলারিজ কোর্সে ভর্তি এন্ড ভিসা নিয়ে ডাঃ: ইয়াসমিন এখন কানাডায় | আমার মনে হয় , উনি বোধ হয় সেই ছাত্রী যিনি সবচেয়ে কম সময় আমাদের অফিসে এসেছেন | আমাদের সিসিটিভি-র রেকর্ডস অনুযায়ী ফাইল জমা দেওয়া থেকে ভিসা ডেলিভারি নেওয়া পর্যন্ত তিনদিন এসেছিলেন | আমার অফিসার বাপন সাহার আন্তরিক সহযোগিতা ও তার কাউন্সেলিং এর প্রতি অগাধ বিশ্বাস ডাঃ: ইয়াসমিনকে আজ এতো সহজে কানাডা আসতে সাহায্য করেছে ! আমি ডাঃ: ইয়াসমিন এর সার্বিক উন্নতি প্রত্যাশা করছি |—- সুপ্রিয় কুমার চক্রবর্তী, সি.ই.ও

Leave a Comment