L O A D I N G

চট্টগ্রামের বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে কানাডার কনকর্ডিয়া ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা নিতে নয়নের দু’চোখ এখন মন্ট্রিয়লের আকাশ পানে।

মা-বাবার নয়নের মনি ফাহিম শাহরিয়ার নয়ন। চট্টগ্রামের বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি শেষ করে নয়ন তার দু’নয়ন মেলে দেখলো, এই পৃথিবীতে টিকে থাকতে হলে উচ্চশিক্ষার বিকল্প নেই। সেই স্বপ্ন আর ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে নয়ন হাজির আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চে। সেখানের দক্ষ অভিজ্ঞ কনসালটেন্ট মনোজিৎ স্যারের মন জয় করতে এতটুকু বেগ পেতে হয়নি নয়নের। কানাডার কনকর্ডিয়া ইউনিভার্সিটিতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে উচ্চশিক্ষা নিতে নয়নের দু’চোখ এখন মন্ট্রিয়লের আকাশ পানে। নয়ন আমাদের শা এসোসিয়েটস তথা তার চিটাগাং সোসাইটিতে সকলের নয়নমনি হয়ে থাকুক, সেই প্রত্যাশায়।

চলমান সেশন সেপ্টেম্বর ২০১৯ (ফল সেশন)-এ মনোজিৎ স্যারের মাধ্যমে ফাইল জমা দিতে তাঁর এপয়েন্টমেন্ট পেতে এক্ষুনি অনলাইনে ফর্ম পূরণ করুন। আমাদের ফোন কলের অপেক্ষায় থাকুন, বিস্তারিত দেখে শুধুমাত্র নির্বাচিত ছাত্র-ছাত্রীদেরকেই আমরা ফোন করে থাকি।

Leave a Comment