L O A D I N G

কুইবেক এর নামকরা কলেজ La Salle-তে পছন্দের সাবজেক্ট (হসপিটালি ম্যানেজমেন্ট) নিয়ে ভর্তি হলেন ওয়াসেক ভাই।

নিখুঁত কোনো কাজের সাফল্য দেখলে আমরা কথায় কথায় বলি “মাস্টারমাইন্ড প্ল্যান”! সত্যি সত্যি মাস্টারমাইন্ডের স্টুডেন্ট ওয়াসেক রহমান। ঢাকার টপ ফাইভ ইংলিশ মিডিয়াম স্কুলের মধ্যে একটি। ইংরেজি মিডিয়ামের বেশীরভাগ স্টুডেন্টসরা একটু স্পষ্টবাদী, খোলামেলা মনের অধিকারী হয়! ওয়াসেক আমাদের বাপন সাহা স্যারের কাছে এসে বললো, সে প্রথমেই ইউনিভার্সিটিতে যেতে চায় না, একটা কলেজে আন্ডারগ্রেড করে তারপর ভবিষ্যতে মাস্টার্স করতে হলে সেই দেশের বিশ্ববিদ্যালয়ে করবে। আমরা তার কথায় যুক্তি খুঁজে পেয়েছি। ওয়াসেকের পছন্দ মন্ট্রিয়ল প্রভিন্স। লাফিং সিটি বলে খ্যাত কুইবেক এর নামকরা কলেজ La Salle-তে নিজের পছন্দের সাবজেক্ট (হসপিটালি ম্যানেজমেন্ট) পেয়ে গেলো ওয়াসেক। ভর্তি আর ভিসা করা বাপন স্যারের কাছে ছিল ম্যাটার অফ টাইম। স্পোর্টস পাগল ওয়াসেক মাস্টারমাইন্ড প্ল্যান করে কানাডার মাটিতেও জ্বলে উঠুক…. সেই প্রত্যাশায়। — শা অ্যাডমিন ম্যানেজার 

Leave a Comment