L O A D I N G

কানাডার লেকহেড ইউনিভার্সিটিতে এনভায়রনমেন্টাল সাইন্স নিয়ে পড়তে কিশোরগঞ্জের অনিক!

অনেকদিন বিরতি দিয়ে আমরা আবার শুরু করলাম সাকসেস স্টোরিজের ধারাবাহিকতার স্বপ্ন উড়ানের গল্প | কিছু অবিশ্বাস্য আশা ও বিশ্বাসের নিখুঁত সম্পাদনায় তৈরী হওয়া একেকটি বাবুই পাখির বাসার নীড়ে ফেরার সিরিজ উপন্যাস | মে সেশনের আজকে প্রথমেই অনিক বিশ্বাসকে নিয়ে |

কিশোরগঞ্জের ভাটি এলাকার সীমাহীন বিলের মাঝে নৌকা নিয়ে ঘুরে বেড়ানো দুরন্ত ছেলে অনিক | গ্রামের মেঠো পথ যার সারাদিনের সঙ্গী | দোয়েল, হিজল, তমাল , কাশফুল, ঝিঝি পোকা , আম-কাঁঠালের মৌ মৌ গন্ধ অনিককে তাড়া করে বেড়ায় সকাল-সন্ধ্যা | গ্রামের উন্নয়নের স্বপ্ন দেখে সে | এইচএসসি পাশ করেই অনিকের স্বপ্ন সে কানাডায় গিয়ে উচ্চশিক্ষা নেবে | এবার শুরু গ্রামের মেঠোপথ ছেড়ে রাজপথে হাঁটা | ঢাকায় এসে আবিষ্কার করলো শা এসোসিয়েটসকে | তাও আবার সরাসরি সিইও স্যারের রুমে | অনিক জানে কোথায় ক্লিক করতে হবে | গ্রামের মানুষ এখনো রৌদ্র আর আকাশ দেখেই বলতে পারে , আজ বাংলা কোন মাসের কত তারিখ ! কানাডার লেকহেড ইউনিভার্সিটিতে এনভায়রনমেন্টাল সাইন্স নিয়ে পড়তে আগামী মাসে ফ্লাই করার ইচ্ছে পোষণ করছে সে | অনিকের এই বিশ্বাস আমরা রাখতে পেরেছি , এখানেই ওর নামের স্বার্থকতা | — শা অ্যাডমিন ম্যানেজার

সুপ্রিয় স্যারের সাথে কথা বলে স্প্রিং ২০২১ ও ফল ২০২১ সেশনের ফাইল খুলতে চাইলে এপয়েন্টমেন্ট নিতে কল করুন এই নম্বরে: 01755227766 ভায়া হোয়াটস্যাপ অনলি | — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment