L O A D I N G

কানাডার মেমোরিয়াল ইউনিভার্সিটি অফ নিউফাউন্ডল্যান্ড-এ ( MUN ) কম্পিউটার সায়েন্সের উপর ব্যাচেলর ডিগ্রি করতে সিয়াম এখন নোভাস্কোশিয়ার টলটলে হ্রদের পানিতে দাঁড়িয়ে নিজেকে মুক্ত বিহঙ্গের মতো তুলে ধরেছে!

কংগ্র্যাচুলেশন্স মো: তানভীর আহমেদ সিয়াম | মাইলস্টোন কলেজের ছাত্র সিয়ামের ছোটবেলা থেকেই বিদেশে পড়াশোনা, থাকা, চাকুরী , ভ্রমণ এসবের প্রতি একটা নেশা মাথায় জেঁকে বসেছিল | সত্যি সত্যি সেই ফেসিনেশনে সিয়াম জয়ী হলো | কানাডার মেমোরিয়াল ইউনিভার্সিটি অফ নিউফাউন্ডল্যান্ড-এ ( MUN ) কম্পিউটার সায়েন্সের উপর ব্যাচেলর ডিগ্রি করতে সিয়াম এখন নোভাস্কোশিয়ার টলটলে হ্রদের পানিতে দাঁড়িয়ে নিজেকে মুক্ত বিহঙ্গের মতো তুলে ধরেছে | সিয়ামের মতো উড়ে বেড়ানো পাখিদেরকে সার্ভিস দিতে আমাদের সিনিয়র এডুকেশন কাউন্সিলর বাপন সাহা স্যার সর্বদাই তার ম্যাজিকেল কারিশমা দেখিয়েছেন | যাঁর হাত দিয়ে প্রায় এক হাজার বাংলাদেশের ম্যাগপাই এখন কানাডার গ্রে জয় | — শা অ্যাডমিন ম্যানেজার

বাপন সাহা স্যারের কাছে পরবর্তী ইনটেক জানুয়ারী সেশনে ভিসা এপ্লিকেশনের ফাইল জমা দিতে কিংবা মে সেশনে ভর্তি ও ভিসার সঠিক তথ্য পেতে এক্ষুনি কল করুন এই হোয়াটস্যাপ নম্বরে 01755227766 অথবা উনার কাছে সরাসরি ডকুমেন্টস পাঠান এই ইমেইল আইডিতে [email protected]

Leave a Comment