L O A D I N G

কানাডার ভিসা ভার্সেস কানাডিয়ান পাসপোর্ট

আমাদের কাছে কানাডার যে কোনো ভিসা মনে হয় একটি কানাডিয়ান পাসপোর্ট | এখন হয়তো প্রশ্ন করবেন , কিভাবে ? বুঝিয়ে বলুন !

আসুন, ব্যাখ্যাটা বিশ্লেষণ করা যাক | ধরুন , আপনি স্টুডেন্টস ভিসায় কানাডা গেলেন , চার বছর পর কিংবা দুই বছর পর পোস্ট ওয়ার্ক পার্মিট নিয়ে আপনি যখন পিআর ( PR- Permanent Residency ) কার্ডের জন্য আবেদন করবেন, এবং একসময় তা গ্রান্টও হবে, তারপর আবার তিন বছর অপেক্ষা | পাসপোর্ট কিন্তু হবেই , যদি না আপনি রাষ্ট্রীয় কোনো অফেন্স অথবা সোশ্যাল ভায়োলেন্সে জড়ান | এবার আসুন, আপনি ভিজিট ভিসায় কানাডা গেলেন, হঠাৎ আপনার মনে হলো , এই দেশেই থেকে যাবেন | উকিল ধরে একটা রাস্তাও বের করলেন | দেশের মান-সম্মানকে জলাঞ্জলি দিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে নিজেকে উপস্থাপন করলেন একজন ভিক্টিম হয়ে | অতি দরদী বিচারক আপনার কথা বিশ্বাস করে কেইস এপ্রুভড করলেন | ব্যাস, পেয়ে গেলেন পিআর কার্ড | সেইরকম ওয়ার্ক পারমিটে যারা যাচ্ছেন , তারাও একটা সময় কানাডার পিআর কার্ড পাচ্ছেন | আর যারা ইমিগ্রেন্ট ভিসা নিয়ে যাচ্ছেন , তাদের কথা আলাদা | কন্ডিশন ফুলফিল হলে তিন বছর পর সিটিজেনশিপের জন্য আবেদন | এবার ভেবে দেখুন , প্রত্যেকটি ভিসাই একসময় কানাডিয়ান পাসপোর্টে ডাইভার্ট হচ্ছে | এতো সুযোগ সুবিধা সম্বলিত মজার দেশ আর কোথাও কি আছে ? আজকের ভিসা মানেই আগামীকালের পাসপোর্ট |

Leave a Comment