L O A D I N G

কানাডার ইউনিভার্সিটি অফ উইন্ডসরে মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সম্পনের স্বপ্ন নিয়ে ইকরাম ভাই এখন ম্যাপেললীফের হলুদ-বাদামি-সোনালী-ম্যাজেন্টা পাতার সবুজ ক্যাম্পাসে।

কংগ্র্যাচুলেশন্স ইকরাম খান। সেইসঙ্গে আমাদের গভীর শ্রদ্ধা ও আন্তরিক ধন্যবাদ রইলো ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি টিমের ডিন ও সকল প্রফেসরবৃন্দের প্রতি, যাঁদের সঠিক গাইডলাইন ও শিক্ষাদানে ইকরাম ভাইয়ের মতো স্টুডেন্টসরা প্রতি বছর সাফল্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে নতুন স্বপ্নের জাল বুনে । সেই জালের প্রতিটা বুননে রাখে শা এসোসিয়েটসকে। আমরা তাতেই ধন্য ও খুশি। কানাডার ইউনিভার্সিটি অফ উইন্ডসরে মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সম্পনের স্বপ্ন নিয়ে ইকরাম ভাই এখন ম্যাপেললীফের হলুদ-বাদামি-সোনালী-ম্যাজেন্টা পাতার সবুজ ক্যাম্পাসে। স্বপ্ন উড়ানের গল্পে আমাদের কর্পোরেট অফিসের সিনিয়র কনসালটেন্ট আল-আমিন স্যারকে সারথি করবার জন্যে ইকরাম ভাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা থাকলো। — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment