L O A D I N G

কানাডায় উচ্চ শিক্ষা এবং ভিসা প্রসেসিং – উইন্টার সেশন (January 2018)

উচ্চ শিক্ষার্থে কানাডায় যেতে উইন্টার সেশনের (January 2018) স্টুডেন্ট ভিসার ফাইল জমা নেওয়া শুরু হবে ১৫ই সেপ্টেম্বর থেকে এবং চলবে আগামী ৩০ই নভেম্বর পর্যন্ত|

যারা ইতিমধ্যে কানাডার নামকরা বিশ্ববিদ্যালয় কিংবা কলেজ থেকে Acceptance Letter অথবা অফার লেটার পেয়ে গেছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন…
কয়েকটি বিষয়ের জন্য- টপ 5 : যেমন,

1. কিভাবে ফর্ম Fill-up করবেন?
২. স্টাডি প্ল্যানটা কিভাবে লিখলে ভালো হয়?
3. কভার লেটার এর ধরণটা কেমন হলে ভিসা কনসুলার পড়ে খুশি হবেন?
4. আপনার স্পনসর এর কি কি কাগজ কিভাবে জমা দিলে ভিসা কনসুলারের বুঝতে সুবিধা হবে?
5. ব্যাঙ্ক সাপোর্ট (এডুকেশন লোন) কিভাবে নিতে হয়, কতদিনের জন্য নিলে ভালো হয়?

আপনারা যারা নিজে নিজে কিংবা অন্যের পরামর্শে কানাডার বিশ্ববিদ্যালয় বা কলেজে এপ্লাই করে এখন ভয় পাচ্ছেন যে, ঠিকঠাক সব কিছু করেছেন কিনা? এ ক্ষেত্রে বলে রাখা ভালো বন্ধুরা, IELTS-এ ভালো স্কোর থাকলেই যে কানাডার নামকরা বিশ্ববিদ্যালয় কিংবা কলেজে ভর্তি হওয়া একেবারেই সহজ তা কখনই নয়। অনেকসময় ছোট ভুলের মাশুল বড়োভাবে দিতে হয়। আবার অনেকসময় দেখা গিয়েছে কোনো ভুল বা প্রতারক কন্সালটেন্সি এজেন্সির কাছে অনেকেই প্রতারনার কবলে পরেছেন।

আর যারা গত ফল 2017 সেশনে ফাইল জমা দিয়ে অলরেডি রিফিউজড হয়েছেন, তারা দ্বিতীয়বার জমা দেবার জন্যও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন! কারন আমাদের রয়েছে আঠারো বছরের কর্মদক্ষতা, বিচক্ষণতা, দূরদৃষ্টি জ্ঞান এবং সর্বোপরি দক্ষ কনসালটেন্ট। আমরা জানি কখন কিভাবে কার ফাইলটিকে সঠিক তথ্য সন্নিবেশন করে সঠিক লক্ষ্যে পৌঁছে দিতে হবে।

তাই বলছি, আপনাদের মনে ভর্তি নিয়ে যে কোনোরকম প্রশ্নের জন্যে আমাদের নিম্নলিখিত ফোন নম্বরে কল করে সবরকম উত্তর নিয়ে নিজেরা এবং নিজেদের অভিভাবকদের আস্বস্ত করে রাখুন। মনে রাখবেন ছোট্ট একটা ভুলের মাশুল কিন্তু সারাজিবন আফসোস করে চুকাতে হয়। আমাদের সাথে যোগাযোগ করে নিজেদেরকে সেসব ভুল থেকে বাঁচিয়ে একটা সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যান।

আমাদের সাথে যোগাযোগের নম্বরঃ
পান্থপথঃ 01750037771, 01750037773, 01750037774
গুলশানঃ 01750037770
চিটাগাংঃ 01732423836

বিশেষ দ্রষ্টব্য: ঈদের রঙে আমাদের বাংলাদেশ রঙিন হয়ে আছে। শা এসোসিয়েটস ও বা বাদ যাবে কেন? ঈদ উপলক্ষ্যে আমাদের অফিস বন্ধ থাকবে আগামী ৮ই সেপ্টেম্বর পর্যন্ত|

ঈদ পরবর্তীতে আমাদের নিম্নলিখিত ঠিকানায় এসে যোগাযোগ করুন, সকলকে ঈদ মুবারক|

Leave a Comment