L O A D I N G

ওপেন ওয়ার্ক পার্মিট ভিসা এপ্লিকেশন

ওপেন ওয়ার্ক পার্মিট ভিসা এপ্লিকেশনকে অনেকেই খুব সহজ একটা কাজ ভাবেন | আমাদের কাছে অনেক ফ্যামিলি মেম্বার এসেছেন , যাঁরা নিজে নিজে ট্রাই করে রিফিউজ্ড হয়ে এখন শা-এর ডেস্কে | বাইরে থেকে এই ভিসা এপ্লিকেশনকে যতটা ইজি মনে হয়, আসলে কিন্তু তা নয় | ফর্ম ফিলাপের সময় তথ্য সংযোজন , বিশেষ করে জেনেরিক ফর্মের ( IMM1295 ) DETAILS OF INTENDED WORK IN CANADA সেকশনে খুব চিন্তা-ভাবনা করে তথ্য দিতে হয় | তারপর EDUCATION এন্ড EMPLOYMENT সেকশন তো আছেই | আপনি এই ভিসা নিয়ে গিয়ে কানাডা সরকারের কোনো বোঝা হচ্ছেন কিনা, আপনার স্পাউসের কোনো বার্ডেন হচ্ছেন কিনা , এটা বিবেচনায় নিয়েই ভিসা অফিসার তার পজিটিভ মতামত প্রকাশ করেন |

অতএব সেইজন্যই আমরা সম্মানিত অভিভাবকদেরকে অনুরুধ করবো , আপনি যদি আপনার পুত্রবধূ কিংবা জামাতাকে পাঠাতে মনস্থির করে থাকেন, তাহলে অন্তত একবার আমাদের অফিসে এসে বিস্তারিত জেনে , আমাদের অগণিত সাকসেস স্টোরিজ দেখে তারপর অগ্রসর হবেন | পরামর্শ নিতে কোনো ফি নেই; এমনকি অফিস ভিজিট করলেই যে ফাইল ওপেন করতে হবে; সেটাও নয় | আমরা শুধু আপনাকে সত্যটা জানাতে চাই; পারফেক্ট ওয়েটা দেখাতে চাই | তারপরে আমাদের সার্ভিস নিবেন কিনা , সেটা পরের বিষয় | কথা বলতে জানতে দোষ কোথায় ? কিছু কিছু কাজ আছে , নিজে নিজে ট্রাই না করে এক্সপার্টের হেল্প নেওয়াটা বুদ্ধিমানের কাজ | – শা অ্যাডমিন ম্যানেজার

Attention Please [ যাঁরা কানাডায় চাকুরীর ভিসা কিংবা জব ভিসা পাওয়ার জন্যে বা আবেদনের জন্যে এই পোস্ট পড়ছেন , দয়া করে তারা ফোন দিবেন না | কারণ ওপেন ওয়ার্ক পার্মিট ভিসা আর জব ভিসা এককথা নয় !! ]

Leave a Comment