L O A D I N G

এক সাথে চারটি পাসপোর্ট বুঝে নিলেন আমাদের ভিসা কনসালটেন্ট বাপন সাহা !

ঘড়িতে তখন দুপুর একটা ! এক সাথে চারটি পাসপোর্ট বুঝে নিলেন আমাদের ভিসা কনসালটেন্ট বাপন সাহা ! মাহবুবুল হাসান , মো: ফজলে রাব্বি চৌধুরী , নাসিমুজ্জামান চৌধুরী এবং নাজমুল হুদা | আগামী মে সেশনের ভিসা সহ পাসপোর্ট ডেলিভারি নেওয়া শুরু হয়েছে মাত্র | এ’রকম প্রায় বিশজনের পাসপোর্ট আমরা হাতে পেয়েছি | পাইপলাইনে আছে আরো চল্লিশটি পাসপোর্ট , আমরা আশা করছি আগামী এপ্রিলের সেকেন্ড উইকের মধ্যে সবার পাসপোর্ট হাতে পেয়ে যাবো | এই সাফল্যের জন্য আমরা ধণ্যবাদ দিতে চাই আমাদের প্রিয় ছাত্র-ছাত্রী ভাই-বোনকে ; যাদের আস্থা ও বিশ্বাসে এটা সম্ভব হয়েছে | প্রতি বছর তিনটি সেশনে প্রায় তিনশো স্টুডেন্টসের ভিসা করে দিতে পেরে আমরা সত্যি আনন্দিত ও গর্বিত | আমাদের কাছে একেকটি ভিসা , একটি পিআর ( PR- Permanent Residency ) কার্ড ও ভবিষ্যতের কানাডিয়ান পাসপোর্ট | কানাডার মাটিতে বসে যারা ইউটিউবে কিংবা ফেসবুকে জ্ঞান বিতরণ ও পরামর্শের দোকান খুলে বসেছেন , তাদের জন্য আমাদের শুভ কামনা রইলো ব্যবসা চালিয়ে নেওয়ার ; এক লক্ষ সাবস্ক্রাইব হলেই টাকা , আর কি চাই ? গায়ে মানে না , আপনি মোড়ল …….পন্ডিতের ছড়াছড়ি কি দেশে কি বিদেশে ? —- শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment