L O A D I N G

একদিন ঠিক ঝড় থেমে যাবে, আবার সবকিছু স্বাভাবিক হবে !

প্রিয় বন্ধুরা ,
আপনি কি ভাবছেন , করোনার কারণে সব থমকে গেছে ? সবকিছুর পরিবর্তন হয়ে গেছে ? বিশ্বের অনেক কিছু এলোমেলো হয়ে গেছে । আপনি কি সূর্য্য কে দেরী করে উঠতে দেখেছেন ? সমুদ্রের ঢেউ কি থেমে গেছে ? বাংলাদেশের মানচিত্র কি বদলে গেছে ? তাহলে ?

পরিস্থিতি স্বাভাবিক হলেই আবার সেই এডমিশান প্রসেস, আবার সেই ভিসার জন্যে ফাইল রেডী করা , ভিসা পাওয়ার পরে টিকিট কাটা , ফ্লাইট কনফার্ম , নতুন দেশে নতুন জীবন , আবার নতুন করে বাঁচতে শেখা । আপনি যদি এখনো মনে করে থাকেন , সব স্বাভাবিক হতে অনেক দেরী হবে, আপনি গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়াবেন , তাহলে ভুল করছেন ।আমাদের এক্সপার্ট টিম নিয়মিত অনলাইনে কাজ করে যাচ্ছেন , ভর্তির প্রক্রিয়া চলমান । আমরা রেডী হচ্ছি সেপ্টেম্বর সেশনের ফাইল জমা দেবার জন্যে , আর ভর্তি প্রক্রিয়া চলছে জানুয়ারী ২০২১ সালের সেশনের জন্য । আপনি যদি রেডী থাকেন তো আমরা ও প্রস্তুত । খুৱ শীঘ্রই আমরা ফিজিক্যাল একটিভিটিস -এ অফিস শুরু করতে যাচ্ছি , অবসান করবো অনলাইনে ঘরে বসে পরামর্শ দেওয়ার সকল লিমিটেড কার্য্যক্রম । আশা করছি মে মাসের নয় তারিখ থেকে আমরা আবার আপনার প্রিয় প্রতিষ্ঠানে বসবো , আবার সেই সুন্দর দিনগুলির অপেক্ষায় … আপনার হাসিমুখ দেখে আমাদের দিন শুরু হোক আবার ।

আমাদের সাথে কথা বলতে সরাসরি কল অথবা টেক্সট করুন আমাদের অফিসিয়াল হোয়াটস্যাপ নম্বরে ।
 হোয়াটস্যাপ : 01755227755, 01755227766

Leave a Comment