L O A D I N G

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির গোল্ড মেডেলিস্ট স্টুডেন্ট হাফিজ ভাই এখন UBC-University of British Columbia তে।

ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়া, ভ্যানকুভার, কানাডা (UBC-University of British Columbia)

কানাডার টপ পাঁচটি ইউনিভার্সিটির মধ্যে ইউবিসি একটি। আর সেই ইউনিভার্সিটিতে আমাদের পাঠানো ছাত্র হাফিজুর রহমান। ঢাকার অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির গোল্ড মেডেলিস্ট স্টুডেন্ট হাফিজ ভাই। ইস্ট ওয়েস্ট থেকে বিবিএ শেষ করে হাফিজ ভাই কানাডার যে বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করতে মনস্থির করলেন, তাতেই বোঝা যায়, কেন উনি গোল্ড মেডেল পেয়েছেন। আসলে উনি এটা ডিজার্ভ করেন। আমাদের ভিসা স্পেশালিস্ট বাপন সাহা স্যারের কাছে আসা মানে গোল্ডকে ডায়মন্ড করা। সত্যি সত্যি হয়েছেও তাই! ইউবিসিতে একাউন্টিংয়ের উপর একটা পিজিডি করে পরবর্তী লক্ষ্য ব্যাঙ্কিং এন্ড ফিন্যান্সের উপর এমবিএ করা। সঠিক সময়ে পারফেক্ট ডিসিশন নেওয়া ছাত্ররাই আমাদের সম্পদ, তারাই আমাদের গোল্ড, আমরা যেন অলিখিত অদৃশ্য কোনো জুয়েলার্সের মালিক। হ্যালো জ্যাক এন্ড জোন্স, মনে রাখুন—- আমাদের সাফল্যও আনলিমিটেড! 

Leave a Comment