L O A D I N G

আপনাদের সার্ভিস চার্জ এতো বেশী কেন ?

আমরা প্রায়শই এই কথাটি শুনি এবং সেটার লজিকেল ব্যাখ্যা দেওয়ার চেষ্টাও করি | যে কোনো সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন তার পলিসি অনুযায়ী পরিচালিত হবে , এটাই স্বাভাবিক | একজন গার্মেন্টস কোম্পানী তার প্রোডাক্টের ব্র্যান্ড ভ্যালু তৈরী করবেন, এটাই তো সত্য ! লেভিস বা ডেনিমের অরিজিনাল জিন্স ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী দাম অবশ্যই বেশী এবং আপনি যদি ডেনিম লাভার হন, তাহলে একটু অতিরিক্ত মূল্য দিয়ে আপনি নিশ্চয় ডেনিমের জিন্স কিনবেন, এটাই মূল কথা | জেসি পেনির একটা হোয়াইট শার্ট কিনতে গেলে আপনাকে একটু বেশী মূল্য দিতেই হবে | লা মেরিডিয়ান-এ বসে এক কাপ কফি খেলে দামটা বেশী হবে, এটাই স্বাভাবিক | কারণ, সার্ভিসের ধরণ, পরিবেশ, কমিটমেন্ট, ফুড কন্সার্ন , ব্যবহার সার্বিক চিত্র আপনাকে এই দামটা বেশী দিতে বাধ্য করবে | শা এসোসিয়েটসের সার্ভিস চার্জের ক্ষেত্রে কথাটা ঠিক এমনি | গতকাল বাংলাদেশ কমিউনিটিং পুলিশের ভাইস প্রেসিডেন্ট মো: জাবেদ সিদ্দিকী তাঁর মেয়ের ভিসা ফাইল জমা দিতে এসে প্রথমেই যে কথাটি মনের অন্তর থেকে প্রকাশ করলেন তা হলো —- ” আপনার অফিসে ঢুকে মনে হলো আমি সত্যি সত্যি ইউরুপের কোনো অফিসে ঢুকলাম | জাস্ট মাইন্ড-ব্লোয়িং ! সার্ভিসটাও আশা করছি সেরকম মানেরই হবে | ” আমরা জাবেদ স্যারকে কথা দিয়েছি , আপনি বেস্ট সার্ভিসটাই পাবেন | একইরকম কমেন্টস আমরা এক হাজার ভিজিটরের মুখ থেকে শুনেছি এ’পর্যন্ত্য !

সার্ভিস চার্জ বেশী হলেও আমরা আপনাকে যে বিষয়গুলোর উপর গুরুত্ব দিচ্ছি , তা হলো –
১. আপনার ব্যক্তিগত তথ্য ও ফাইলের সর্বোচ্চ নিরাপত্তা
২. আপনার ডকুমেন্টসের ভ্যালু
৩. ইনফোরমেটিভ স্টাডি প্ল্যান – Study Plan ( 7 Questions )
৪. কানাডিয়ান ফরমেটে সিভি /Resume
৫. নির্ভুল ফর্ম ফিলাপ
৬. ভিসা কনসুলার বরাবর কাভার লেটার
৭. ” পার্পাজ অব ট্রাভেল ” লেখনীতে ডাইনামিক কৌশল
৮. জব লেটার তৈরিতে দক্ষতা
৯. একটি গ্রহণযোগ্য …SOP ( Statement of Purpose )
১০. স্কলারশিপ সহ অফার লেটার প্রাপ্তিতে সর্বোচ্চ গুরুত্ব

সবদিক বিবেচনায় এনে আপনি এইবার ভাবুন তো ….আমরা যদি একটু সার্ভিস চার্জ বেশী ডিমান্ড করেই থাকি , সেটা কি অন্যায় হবে ? তারপরেও যদি আপনি এই সার্ভিস চার্জে অসন্তুষ্ট হন , আপনাকে বিশেষভাবে অনুরুধ করবো ….আসুন , মন খুলে কথা বলুন | আমরা প্রফেশনাল মাইন্ডেড , কমার্শিয়াল নই | — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment