L O A D I N G

Why study in Canada January 2019 intake?

প্রতি বছর শুরুতে নেওয়া রেসলুশন বছর শেষে অধরা? সাথে অনেকটা মন কেমন? একমাত্র প্রত্যয় এর অভাব। কারণ মেধা দক্ষতায় যোগ্যতায় বাঙালির কোনো অভাব নেই তা গোটা বিশ্ব জানে। বাকি থাকে দৃঢ়প্রতিজ্ঞ হওয়া। এর চেয়ে বছরের শুরুর থেকে উপযুক্ত সময় কি আর হতে পারে। আসছে জানুয়ারি তাই হয়ে উঠুক আপনার নতুন পথের সাক্ষী। প্রশ্ন হলো কেন আপনি বাছবেন জানুয়ারি মাস কেই। সঠিক পথ নির্দেশের জন্য আছি তো আমরা।

1.জানুয়ারি তেই বহু কোর্স শুরু হয় যা মাঝের সময়ে নাও পেতে পারেন।
2.বছরের শুরু হওয়ায় নানান আর্থিক (ব্যাংকিং) সহায়তা ও লোনের সুবিধা হয়।
3.মৌসুমী জলবায়ুর বাঙালিদের কাছে তুষার কিন্তু না পাওয়া স্বপ্ন।
4.গোটা কানাডা সেজে ওঠে বর্ষ শুরুতে।

আপনি হতে পারেন নতুন এই সংস্কৃতির আনন্দের সামিল। পড়াশোনার পাশে মনের খাবার টুকু মেলা বাড়তি পাওনা। যেমন অটোয়া তে স্কেটিং হোক বা ব্রিটিশ কলম্বিয়া র স্কি। নায়াগ্রার তুষার মাখা জলপ্রপাত দিতে পারে পরিতৃপ্তির সার্থকতা। ব্যানফের তুষার ভরাট দিগন্ত বিস্তৃত পথ আপনাকে দেবেই নতুন অঙ্গীকারের শপথ।
তা বলে পড়াশোনায় যেন ফাঁকি না হয়।

ভুলে যেও না শা এসোসিয়েটস এর হাত ধরে, কানাডায় যেতে উইন্টার সেশনের (January 2018) স্টুডেন্ট ভিসার ফাইল জমা নেওয়া শুরু হয়েছে এবং চলবে আগামী ৩০ই আগস্ট পর্যন্ত।

Leave a Comment