L O A D I N G

MEET WITH OUR VISA CONSULTANT BAPAN SAHA

বাপন সাহা | ফ্যাশনে প্যাশন , ব্র্যান্ড ফোবিয়া , ওয়ার্ল্ড ট্রাভেলার , ম্যাজিশিয়ান এক কনসালটেন্ট ! শা এসোসিয়েটসে জয়েন করার পর থেকেই বাপন সাহার লক্ষ্য একটাই ….কিছু একটা করে দেখানো ! বয়স আর কতই বা হবে ! ২০০৯ সালে যাত্রা , এখন ২০১৯ | গত দশ বছরে কানাডা , আমেরিকাতে যে পরিমান ছাত্র-ছাত্রী বাপনের হাত দিয়ে গেছে ; এখন মনে হয় কানাডার ম্যাপল লিফ ট্রির প্রতিটা পাতাও বাপনের নাম জানে ! মাইন্ড রিডার অফ ভিসা কনস্যুলার | যারা বাপন সাহার সার্ভিস নিয়েছে , তারাই বলতে পারবে ….কন্সাল্টেন্সিতে ম্যাজিক বলতে কিছু একটা তো অবশ্যই আছে | আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা , ইউরোপ এবং ব্রিটেনের সরকারি-বেসরকারি সংস্থায় বাপন সাহার ভিসা সংক্রান্ত যতগুলো ক্যারিয়ার রিলেটেড সনদ আছে, এ’দেশের অনেক কনসালটেন্সি ফার্মের মালিক ঐসব সার্টিফিকেটের নামও বোধহয় এ’জীবনে শুনেননি ! আমরা বাতাসে ফাউ গল্প দিয়ে ক্রেডিট নেই না , তার প্রমান আমাদের ব্লগ, আমাদের ফেসবুক পেজে সাড়ে তিন লক্ষ ফলোয়ার | হাজার হাজার ছাত্র-ছাত্রীদের প্রানোচ্ছল কমেন্টস | সোশ্যাল মিডিয়াতে আমাদের নো ক্রিটিসিজম ! আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে কাজ করি , মার্কেটে টিকে আছি আমাদের কাজে, আমাদের গুডউইলে | গত পাঁচ বছরে আমরা কোনো দৈনিকে বিজ্ঞাপন দেইনি, গত দশ বছরে আমরা কোনো শিক্ষামেলায় স্টল নেইনি | তারপরেও শা এসোসিয়েটস সগৌরবে দাঁড়িয়ে আছে এ’রকম বাপন সাহার জন্যে | আমরা শুধু ভর্তি , ভিসা , কমিশন, ডলার নিয়ে সময় কাটাই না | তার প্রমান , অবৈধ উপায়ে কানাডা যাওয়ার পরিণতি নিয়ে আমাদের অফিসিয়াল মুভি ” দ্যা বর্ডার “-এর মূল ক্যারেক্টার মানিক নামের যুবকের চরিত্রে অভিনয় করে বাংলাদেশের শক্তিশালী খল-অভিনেতা মিশা সওদাগরের চোখে পর্যন্ত্য জল এনে দিয়েছেন বাপন সাহা | খেলা-ধুলা, গান , ভ্রমণ , শিল্পকলার মতো সংস্কৃতির মাঠেও বাপনের অনিন্দ্য-সুন্দর পদচারণা | ইউরোপ, আমেরিকা, কানাডা , ব্রিটেন , অস্ট্রেলিয়া, এশিয়া মিলিয়ে প্রায় বিশটি দেশ ঘোরার দারুন অভিজ্ঞতার ঝুলি বাপন সাহার পকেটে | দেশ-বিদেশে অনেক শিক্ষা সংক্রান্ত সম্মেলনে বাংলদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন বাপন | বাপনের অগ্রযাত্রা অপ্রতিরোধ্য , সেইরকম আনপ্যারালাল সাকসেস স্টোরিজের দৌড়ে সবার চেয়ে এগিয়ে শা এসোসিয়েটস | বাপন সাহার সাথে কথা বলতে চাইলে আমাদের কর্পোরেট অফিস পান্থপথে যোগাযোগ করুন | 

Leave a Comment