L O A D I N G

Viqarunnisa Noon School & College –এর প্রাক্তনী আয়েশা আজ কানাডার University of Manitoba-য়।

Student Name: Ayesha Habib
Ex. Student of Viqarunnisa Noon School & College
Admitted at University of Manitoba

সমাজ বা সংস্কৃতি এখন বদলের মুখে। মেয়েরাও কাঁধে কাঁধ মিলিয়ে চলছেন ছেলেদের সাথে আর প্রত্যেক পদক্ষেপে প্রমাণ করে দিচ্ছেন তাঁদের যোগ্যতা। নারী এখন ঘরে-বাইরে সবজায়গায় সর্বময়ী কর্ত্রী হওয়ার ক্ষমতা রাখেন। আয়েশা হাবিব এমনই একজন, যিনি লড়তে ভালবাসেন, নিজের ইচ্ছেপুরণের তাগিদেই হোক বা সাফল্যের রোদ্দুরটাকে নিজের কাছে বন্দী করতে চেয়েই হোক। আয়েশা তার মেয়েবেলা থেকেই স্বপ্ন দেখে এসেছেন অনেক বড় হওয়ার, নিজের একটা জায়গা তৈরি করার। আর তাই তার মেয়েবেলার পুতুল খেলার মাঝে বইপত্রের পাহাড়ের কমতি ছিল না। মেধাবী এই কন্যাটি Viqarunnisa Noon School & College –এর প্রাক্তনী। এখানে পড়াশোনার পালা শেষ করে আয়েশা আসতে চেয়েছিলেন কানাডায়, উদ্দেশ্য, নিজের উচ্চশিক্ষা সম্পূর্ণ করা। সময় নষ্ট না করে এসেছিলেন শা এসোসিয়েটসের গুলশান অফিসের খালিদ স্যারের কাছে। কানাডা সরকার কর্তৃক স্বীকৃত কানাডা স্পেশালিস্ট প্রোগ্রাম এবং কানাডা কোর্স গ্র্যাজুয়েট সার্টিফাইড, আমাদের শা এসোসিয়েটসের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার। খালিদ স্যার সীমিত সময়ের মধ্যে সমস্ত ব্যবস্থা করে দিলেন আয়েশাকে। আয়েশা নির্বিঘ্নে ভর্তি হয়ে গেলেন কানাডার University of Manitoba-য়, Bachelor of Computer Science & Engineering পাঠক্রম নিয়ে। আয়েশার সাফল্যের নৌকো পাল তুলে এগিয়ে চলেছে তার গন্তব্যের দিকে, আমাদের তরফ থেকেই একটাই বার্তা, যাত্রা শুভ হোক।

Leave a Comment