বিশ্বের অন্যতম সুন্দর জলপ্রপাতের মনোমুগ্ধকর দৃশ্য মানেই নায়াগ্রা জলপ্রপাত ! কানাডার সেই নায়াগ্রা জলপ্রপাতের সামনেই সুন্দর কলেজ ” নায়াগ্রা কলেজ ” |
ঢাকা শহরে একটা কথা খুব প্রচলন আছে যে কানাডার কলেজ থেকে অফার লেটার আনলে নাকি ভিসা হয়না !! আমাদের ছাত্র-ছাত্রীরা কোথা থেকে যে এইসব উদ্ভট তথ্য পায়…আমরা বুঝি না !! জানুয়ারী সেশনে ক্লাসে জয়েন করার আগে নায়াগ্রা জলপ্রপাতের সামনে ছবি তুললেন আমাদের দুই ছাত্র বা’থেকে মোহাম্মদ সাইফুর রহমান , যিনি লন্ডনের বাকিংহাম শায়ার ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করে পি-জি-ডি করতে এখন নায়াগ্রা কলেজে , মাঝে মোহাম্মদ আশিকুজ্জামান আশিক আন্ডারগ্রেড করতে ও নায়াগ্রাতে |
আর সর্বশেষ ডানদিকের জন হলেন ফয়সাল হাসান পাপপু, নর্থ সাউথ থেকে গ্রেজুয়েশন করে মাস্টার্স করতে ইউনিভার্সিটি অফ উইন্ডসর-এ | আলো ঝলমলে খুশির ফোয়ারায় আমাদের ছাত্রদের হাসি মুখ দেখলে আমাদের মন এমনিতেই ভরে যায়….সেখানেই আমাদের সুখ ও খুশি |||| এ’যেন আমাদের সাফল্যের বিজয় চিহ্ন |