⚠️ অতীব জরুরী!
সোশ্যাল মিডিয়ায় যেনতেন ভাবে একাউন্ট খুলে নিজেকে অতি মাত্রায় বুদ্ধিজীবী ভেবে যেসকল ব্যক্তি এবং প্রতিষ্ঠান এতদিন সবাইকে নানান উপদেশ, জ্ঞান, বুদ্ধি, পরামর্শ, নানান পথ বাতলে দিয়ে আসছিলেন তাদের জন্য দুঃসংবাদ। এ’ছাড়া যারা যখন তখন অন্যের পোস্টে অশ্লীল ভাষায় ধর্ম, বর্ণ, অন্যদেশের রাজনীতি, কালচার, আচার-অনুষ্ঠান নিয়ে বাজে অশ্রাব্য মন্তব্য করে আসছিলেন, তাদের জন্যও দুঃসংবাদ! এখন থেকে আমেরিকার ভিসা ফর্মে আপনার সোশ্যাল মিডিয়ার আইডি দিতে হবে, সেইসঙ্গে সেটার পাসওয়ার্ড। এমনকি পাঁচবছর ধরে চালাচ্ছেন ইমেইল আইডি ও দিতে হবে। আজ থেকে দুইবছর আগে আমাদের অফিসিয়াল নিউজলেটারে আমরা লিখেছিলাম, সময় সেদিন বেশি দূরে নয়, যখন আপনার সমস্ত ডাটা দূতাবাস বা হাইকমিশন দেখে তারপর ভিসা দেবে। আমাদের কথা সত্য প্রমাণিত হলো। যারা নিজের পার্সোনাল তথ্য বিভিন্ন ফোরামে হরহামেশাই ওপেন করে দিচ্ছেন, তাদের জন্য বুমেরাং হতে পারে এই সিদ্ধান্ত! অতএব, এখনই সময়, নিজেকে অতি পন্ডিতের তালিকা থাকে বের করে আনা। আপনার কাজ যেটা নয়, সেটা থেকে দূরে থাকা। অন্যের পোস্টে বাজে মন্তব্য, খিস্তিখেউড় ভাষা প্রয়োগ, ইউটিউবে যা খুশি ভিডিও আপলোড করা থেকে এক হাজার হাত দূরে থাকুন। আজ থেকে শপথ করুন, নিজের ভাললাগার জিনিস ব্যতীত অন্য কোনো বিষয়ে আপনি মাথা ঘামাবেন না, অন্যের পোস্টে যা মন চায় লিখবেন না, ইউটিউবে খেয়াল-খুশিমতো নানান বাহানার টিক-টক, ভিডিও আপলোড করবেন না!! আজ আমেরিকা শুরু করেছে, কালকে কানাডা, অস্ট্রেলিয়া, ব্রিটেন শুরু করবে। যাবেন কোথায়??? অতএব, দয়া করে সোশ্যাল মিডিয়ায় নামে-বেনামে অদৃশ্য ব্যক্তিদ্বারা পরিচালিত বিভিন্ন এসোসিয়েশন, গ্রূপ, ফোরাম, কমিউনিটি, নেটওয়ার্ক থেকে বের হয়ে আসুন। নিরাপদে থাকুন।
To ‘your’ success,
SA Associates