✅ পরিচিতি:
ইউনিভার্সিটি অব উইন্ডসর কানাডার উইন্ডসর, অন্টারিওর একটি সার্বজনীন ব্যাপক ও গবেষণাকেন্দ্রীক বিশ্ববিদ্যালয়। এটি কানাডার দক্ষিণতম বিশ্ববিদ্যালয়।এখানে প্রায় 10,000 পূর্ণ-সময়ের এবং অংশ সময়ের স্নাতক ছাত্র পাঠরত ।
✅ পাঠ্য বিষয়:
ইউনিভার্সিটি অব উইন্ডসোরের 9 টি বিভাগ রয়েছে। যার মধ্যে রয়েছে মানবিক ও সামাজিক বিজ্ঞান, শিক্ষা বিভাগ, প্রকৌশলবিভাগ (technology), বিজনেস ম্যানেজমেন্ট, আইন , নার্সিং এবং বিজ্ঞান বিভাগ প্রভৃতি। স্নাতক, স্নাতকোত্তর ও ডক্টরেট করা যায়।
✅ QS World University Rankings 2019:
বিশ্ববিদ্যালয় টি সমগ্র পৃথিবীর পরিপ্রেক্ষিতে 651-700 তম ও কানাডায় 24।
✅ লাইব্রেরি:
ইউনিভার্সিটি অব উইন্ডসোরের প্রধান ক্যাম্পাস লাইব্রেরীটির নাম – লেডি লাইব্রেরি। গ্রন্থাগারের সংগ্রহের তালিকা লম্বা। 3 মিলিয়নের ওপর নানা ইলেক্ট্রনিক ডকুমেন্টস, থিসিস, জার্নাল, আছে। আপনার সহায়ক হতে পারে এই বিরাট সম্পদ।
✅ থাকার ব্যবস্থা:
ক্যাম্পাসেই থাকার ব্যবস্থা রয়েছে নানা সুযোগ সুবিধা সহ।তবে স্থান সংকুলান না হওয়ায় কিছু ছাত্রছাত্রী দের ক্যাম্পাসের বাইরেও থাকতে হতে পারে। তবে তা নেহাত ই 5 মিনিটের হাঁটা পথ ইউনিভার্সিটি থেকে।ফ্রী ওয়াই ফাই থেকে নানা ক্রীড়া মূলক কর্মসূচী এর সুযোগ মেলে এখানে। অসংখ্য রেস্টুরেন্ট আছে সুলভে নিয়মিত খাওয়ার ব্যবস্থা সহ।
✅ টিউশন ফি::
http://www.uwindsor.ca/
উপরে লিংকে বিভিন্ন কোর্স পিছু বিভিন্ন খাতে ব্যয় এর ধারণা দেওয়া হলো।
✅ IELTS Score:
6.5 পয়েন্ট দরকার কমপক্ষে।
✅ CGPA Requirement বাংলাদেশি ছাত্র ছাত্রী দের জন্য:
For undergraduate students:
Higher Secondary Certificate (HSC) – 65% or higher
For graduate students:
B grade equivalent First Division
✅ To know more visit: http://www.uwindsor.ca/