L O A D I N G

University of Windsor-এ সিভিল ইঞ্জিনিয়ারিং-এ আন্ডারগ্রাড করতে অর্ঘ্য এখন কানাডায়।

মৃন্ময় চৌধুরী অর্ঘ্য। একটি তরুনের জেগে উঠার কাহিনী। নিজেকে জানবার নিজেকে জয় করবার অদম্য শক্তির এক তারুণ্যের গল্পকথা। আমরা বহু ছাত্র-ছাত্রীর উপরে পোস্ট দিয়েছি, প্রায় তিন হাজার হবে। কিন্তু অর্ঘ্যকে নিয়ে পোস্ট দেবার কারণ, কেমন করে সুনামগঞ্জের একটি ছেলে এইচএসসি পাশের পর থেকে ঢাকায় একা একা মেসে থেকে নিজের সাথে যুদ্ধ করে আজকে কানাডার এপার্টমেন্টে থাকে! নিজের স্বপ্নকে যারা লালন করতে জানে, তারাই বিশ্বকে একদিন দেখিয়ে দেবে। অর্ঘ্য তাদের মধ্যে একজন। চেষ্টা আর আত্মবিশ্বাস থাকলে মা-বাবার মুখে হাসি ফোটানো সময়ের ব্যাপার মাত্র। জেদ থাকতে হবে, লক্ষ্য থাকতে হবে। অন্টারিও প্রভিন্সের ইউনিভার্সিটি অব উইন্ডসরে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ আন্ডারগ্রাড করতে অর্ঘ্য এখন কানাডায়। আমরা অর্ঘ্যদের মতো হাজার হাজার তরুনের সৎ সুন্দর প্রেরণা ও ভালবাসায় নতুন বাংলাদেশ দেখতে চাই।

Leave a Comment