L O A D I N G

University Canada West-এ Human Resource & Entrepreneurship এর উপর মেজর কন্সেন্ট্রেশনে এমবিএ করতে জাহাঙ্গীর ভাই এখন প্রস্তুত।

জাহাঙ্গীর আলম! ন্যাশনাল ইউনিভার্সিটির কারিকুলামে ইংলিশ ফ্যাকাল্টি থেকে ফার্স্ট ক্লাস পাওয়া স্টুডেন্টের নাম জাহাঙ্গীর আলম। ঢাকায় টিউশনি করে নিজের খরচ চালিয়ে নিজের পায়ে দাঁড়িয়ে পরিবারকে সাহস করে বলাই যায়, এবার আমার জন্যে তোমরা কিছু একটা করো ! আমি বিদেশে উচ্চ শিক্ষা নিতে চাই ! ছেলের এমন আগ্রহ আর ইচ্ছায় মা-বাবা সম্মতি দিতেই পারেন ! সন্তান মানুষ তো মা-বাবার জন্ম স্বার্থক ! একজন ছাত্রের মধ্যে কি পরিমান আত্মবিশ্বাস, ধৈর্য্য ও একাগ্রতা থাকলে এতদূর হেঁটে আসা যায়, সেটা জাহাঙ্গীর ভাইয়ের সামনে বসে এই গল্প না শুনলে অতৃপ্তি থেকে যাবে। আপনাকে এক্ষুনি একটা স্যালুট দিয়ে রাখছি। অনেকেই উনাকে বলেছেন, ইংলিশে অনার্স করছেন, দেশে কলেজে লেকচারার হওয়া ছাড়া তো আর কোনো গতি নেই, বিদেশের আলাপতো অনেক পরের কথা। এইসকল হতাশামূলক কথা শুনে কোনোদিন নিজে হতাশ হননি। আমাদের ফেইসবুক পেইজে অনেকের সাফল্যের ছবি আর গল্প শুনে সাহস করে চলে এলেন আমাদের সিনিয়র কনসালটেন্ট আল-আমিন স্যারের নিকট! আল-আমিন স্যার ভালো করেই জানেন, কোন ছাত্রের প্রোফাইল কোন জায়গায় সাবমিট করতে হবে? স্টাডি প্ল্যানে কি লিখতে হবে? স্টেটমেন্ট অব পারপাজ কেমন করে লিখে অফার লেটার কনফার্মড করতে হবে। এইসকল অভিজ্ঞতা গত বিশ বছরের। জাহাঙ্গীর ভাইকে বিন্দুমাত্র হতাশার কোনো শব্দই শুনতে হয়নি। কানাডার ইউনিভার্সিটি অব কানাডা ওয়েস্টে Human Resource & Entrepreneurship এর উপর মেজর কন্সেন্ট্রেশনে এমবিএ করতে জাহাঙ্গীর ভাই এখন প্রস্তুত। যাবার আগে শা এসোসিয়েটসের অফিসে এসে একটা স্মৃতি রেখে গেলেন, নিয়ে এলেন সবার জন্যে উপহার। আমরা অভিভূত, আমরা তার সাফল্যে আনন্দিত। কানাডার মাটিতে জাহাঙ্গীর ভাই সত্যি সত্যি হয়ে উঠুন Mirza Nur-ud-din Beig Mohammad Khan Salim.

Leave a Comment