
আমের শহর রাজশাহী , সিল্ক সিটি হিসেবে খ্যাত রাজশাহীর তারুণ্যদীপ্ত ভরা যুবকের নাম মোহাম্মদ শাহরিয়ার ইবনে হোসাইন রাতুল। রাজশাহী বিশ্ববিদ্যলয় থেকে বিবিএ শেষ করে IELTS করতে ঢাকায় ছুটে চলা। বিবিএর পর সচরাচর সব ছাত্র-ছাত্রীর লক্ষ্য থাকে এমবিএ-টা করে ফেলা। সেই উদ্দেশ্য নিয়ে রাতুল চলে আসলেন শা এসোসিয়েটস এর কর্পোরেট অফিসে। কথা বললেন সিনিয়র কনসালটেন্ট আল-আমিন স্যারের সাথে। নিজের ভবিষ্যৎ নিয়ে যাদের সুদূরপ্রসারী পরিকল্পনা, তারা কথা কম বলে কাজ করেন বেশী। ওই সকল ছাত্র-ছাত্রী বিভিন্ন অফিসে গিয়ে বেশী জানার চেষ্টা করেন না, ফেসবুকের বিভিন্ন তথাকথিত ফোরামের অদৃশ্য উপদেষ্টাদের সাথে চ্যাট করে না। নিজের ব্যক্তিগত তথ্য মেসেঞ্জারে শেয়ার করে না। কারণ, তারা জানে আপনার দেওয়া ডকুমেন্ট যে কোনো সময় হয়ে যেতে পারে অন্যের সনদ। আপনার লেখা স্টাডি প্ল্যান হয়ে যাবে কুতুবুদ্দীনের ছেলে রহিমুদ্দিনের। রাতুল কাগজপত্র জমা দিয়ে ভিসা নিয়ে এখন কানাডার পথে পা বাড়াবার জন্যে প্রস্তুত। ইউনিভার্সিটি অফ কানাডা ওয়েস্ট-এ এমবিএ করতে যাত্রার পূর্বে রাতুল ভাই শা এসোসিয়েটস এর চৌকষ অফিসার আল-আমিন স্যারকে ধন্যবাদ দিতে ভুলে যাননি। রাতুল ভাইকে আমাদের পক্ষ থেকেও শুভ বাংলা নববর্ষের মিষ্টিমুখ শুভেচ্ছা ও অভিনন্দন।