ডাঃ নাজমুস সাকিব , হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল থেকে MBBS শেষ করে শমরিতা মেডিকেল কলেজ এন্ড হসপিটালে চাকুরী শুরু করলেন | তারপর থেকেই ভাবতে শুরু করলেন একটা বিদেশী ডিগ্রী খুব দরকার | তা না হলে দক্ষতা ও অভিজ্ঞতার দৌড়ে অনেক পিছনে পরে থাকতে হবে | সেই চিন্তা ও ভাবনা থেকে কানাডায় মাস্টার্স করার পরিকল্পনা নিয়ে ফেললেন , আমাদের অফিসে এসে সবকিছু শেয়ার করলেন সিনিয়র কনসালটেন্ট মো. আল-আমিন সাহেবের সাথে | কানাডার ইউনিভার্সিটি অফ মেনিটোবাতে কমিউনিটি হেলথ সাইন্স বিষয়ে মাস্টার্স করতে ডাঃ: সাকিব এখন কানাডায় | বিদেশী ডিগ্রী এবং কাজের অভিজ্ঞতা যে কত গুরুত্বপূর্ণ তা সময় থাকতেই ডাঃ: সাকিব বুঝতে পেরেছেন ও সেই অনুযায়ী কাজ করে উনি এখন অনেকের কাছে উদাহরণ | আমরা ডাঃ: সাকিবের উত্তরোত্তর সাফল্য কামনা করছি |
SA Associates | Embassy of the Global Citizen