L O A D I N G

Study in Canada from Chittagong (চিটাগাং)

বাংলাদেশে লকডাউন ? অফিস বন্ধ ? কানাডায় লকডাউন ? নানান রেস্ট্রিকশন ? খুব চিন্তিত নিশ্চই ?

এদিকে সেশন চলে আসছে ( জানুয়ারী ২০২২ ) ! অন্যদিকে সেপ্টেম্বর ২০২১-ফল সেশনের জন্যে অফার লেটার এনে বসে আছেন ! কিভাবে কখন ফাইল জমা দিবেন , কার কাছে জমা দিবেন –বুঝে উঠতে পারছেন না ? অনলাইনে ফাইল সাবমিশন খুবই সেনসিটিভ ও বুদ্ধিমত্তার বিষয় , তাই না !

চট্টগ্রামে অনেক ঘোরাঘুরি করেও নির্ভরযোগ্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম খুঁজে পাচ্ছেন না | কারো উপর ভরসা রাখতে সাহস পাচ্ছেন না | ভাবছেন , যদি টাকা নষ্ট হয় ? তার চেয়েও বড় কথা হলো ….যদি ভুল-ভাল ডকুমেন্ট দিয়ে অযথাই ব্লাকলিস্টেড করে ফেলে ….তখন কি হবে ? টাকা খরচ করে কি সেটা রিকোভারি করা যাবে ?

এ’রকম হাজার প্রশ্নের উত্তর দেবার জন্যে আপনি আমাদের রিজিওনাল ম্যানেজার মনোজিৎ দাসের সাথে একবার যোগাযোগ করে দেখেন | তার সাথে অন্তত একবার দেখা করে নিজের স্বপ্ন লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কথা বলুন | ফাইল খোলার দরকার নাই | আমাদের সাকসেস স্টোরিজ দেখে, রেফারেন্স নিয়ে , চিন্তা-ভাবনা করে তারপর যদি মনে হয়….শা এসোসিয়েটসের উপর ভরসা রাখা যাবে…..তাহলে আসবেন | নচেৎ , অযথা কেন ফাইল খুলবেন ? কি দরকার ? যে কাজ নিলে কোনো লাভ নেই , ভিসা হবে না ; সেই ফাইল নিয়ে শা এসোসিয়েটস কাজ করে না !

কানাডার টপ রেঙ্কিং ৩০টি ইউনিভার্সিটি এবং ১০টি কলেজে নেক্সট সেশনে ( জানুয়ারী ২০২২ ) এডমিশন ও ভিসার নিশ্চয়তা নিয়ে কথা বলতে মনোজিৎ স্যারের সাথে কথা বলুন 01732423836 নম্বরে |

Leave a Comment