L O A D I N G

Shahjalal University of Science and Technology-এর প্রাক্তন ছাত্র, আজ কানাডার Concordia University তে!!

Student Name: Shah Mohammad Mostakim
Ex. Student of Shahjalal University of Science and Technology
Admitted at Concordia University

ছবি আঁকতে কে না ভালবাসে? আর সেই রঙিন ছবির ক্যানভাসটা যদি নিজের জীবন হয়, তাহলে তার সৃষ্টিসুখ মনেহয় কেউ মেপে উঠতে পারেনা। পাহাড়িয়া পথের মত চড়াই উতরাই বেয়ে এগিয়ে চলে জীবনের রঙ, আর সেই রঙ মিশিয়ে রামধনু তৈরি করতে থাকেন শাহ মোহাম্মদ মোস্তাকিমের মত কারিগরেরা। ভাবনার বৈচিত্র্য মানুষকে বিচ্ছুরণে সাহায্য করে, প্রতিভার আত্মপ্রকাশে অনুঘটকের ভূমিকা নেয়।আর যারা এই গতানুগতিক জীবনের বাইরে ভাবতে ভালবাসেন, সাফল্য সবার আগে তাদেরই দরজায় কড়া নাড়ে।

এই গল্পের মুখ্য ভূমিকায় রয়েছেন শাহ মোহাম্মদ মোস্তাকিম নামের এক প্রাণবন্ত যুবক। নিজের চেনা, আরামের গণ্ডী ছেড়ে যিনি চেয়েছিলেন নতুন এক সুন্দর দেশে তার উচ্চশিক্ষা এগিয়ে নিয়ে যেতে। উদ্দেশ্য একটাই, অজানাকে আপন করে নিজের সাফল্যের গল্প নিজে লেখা। মোস্তাকিম ভাই, শাহজালাল ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজি –এর একজন প্রাক্তন ছাত্র, উচ্চশিক্ষার জন্য পাড়ি দিতে চেয়েছিলেন কানাডায়।এই ব্যাপারে তাঁকে কে সাহায্য করতে পারে, তা নিয়ে বিন্দুমাত্র ভাবতে হয়নি ওনাকে। নির্দ্বিধায় চলে এসেছিলেন ঢাকায় শা এসোসিয়েটসের পান্থপথ অফিসের বাপন স্যারের কাছে। উনি জানতেন যে এই বাপন সাহা, কানাডা সরকার কর্তৃক স্বীকৃত কানাডা স্পেশালিস্ট প্রোগ্রাম এবং কানাডা কোর্স গ্র্যাজুয়েট সার্টিফাইড, শা এসোসিয়েটসের একজন দক্ষ ভিসা কনসালটেন্ট। তাই ইতস্তত করার কোন জায়গা থাকেনি। বাপন স্যারও নিপুন দক্ষতায় সীমিত সময়ের মধ্যে ভিসা সংক্রান্ত যাবতীয় ব্যবস্থা করে দিলেন মোস্তাকিম ভাই কে। মোস্তাকিম ভাই কনকরডিয়া ইউনিভারসিটিতে ভর্তি হয়ে গেলেন তার স্বপ্নপূরণের উদ্দেশ্যে আর প্রাণভরা শুভেচ্ছা পাঠিয়ে দিলেন এই জীবন গড়ার কারিগরের জন্য।

Leave a Comment