প্রিয় শিল্পী ,
আপনার মতো আমরা-ও হতাশ ! কপি করে বাণিজ্য এখন এডুকেশন এন্ড ট্রাভেল এজেন্সী বিজনেস সেক্টরে ! তারা শুরুই করেছে কপি করে | আমাদের পোস্ট দিতে দেরী হয়, কপি করতে দেরী করে না কতিপয় মৌসুমী বিজনেসম্যানরা ! তারা কিন্তু কেহই কনসালট্যান্ট না , তাদের কোনো সনদ , অনুমোদন কিচ্ছু নেই ! এমনকি অনেকের অফিস পর্যন্ত্য নাই | ফেসবুকের পেইজটাই ভরসা | তাদের কথা একটাই — বডি কন্ট্রাক্ট , খালি পাসপোর্ট , সাদা পাসপোর্টে ভিসা , পৌঁছার পর টাকা , নো ভিসা নো মানি এই জাতীয় আনপ্রোফেশনাল দুষ্টবুদ্ধি সম্পন্ন কথা-বার্তা | ফ্রি আর সস্তা সার্ভিসের টোপ তো আছেই | তাদের জীবনটাই মনে হয় কপি করে চলছে |
এভাবে করলে তো নিজস্বতা থাকবে না ; সব সময় পিছিয়ে থাকবে — তারা এগুলার কেয়ার করে না | তাদের দরকার ইনোসেন্ট ভিসা প্রত্যাশীদের পকেট থেকে যেনতেন করে টাকা হাতানো | তারা পিছিয়েই থাকবে , এই নিয়ে তাদের মাথা ব্যথা নেই |
কন্সাল্ট্যান্সি সহজ বিষয় না | এইসব সিজনাল শর্টকাট বিজনেসমেনদের কাছে সস্তা ও সহজ বটে | এই ব্যবসায় ভালো না করলে আরেকটা ধরবে | আপনার সাথে সুর মিলিয়ে আমরা-ও বলতে চাই প্রিয় শিল্পী- কেউ চাইলেই এডুকেশন কন্সাল্ট্যান্ট কিংবা ট্রাভেল এক্সপার্ট হতে পারেন না | মেধা থাকতে হবে | এখন অনেক ফেসবুক সর্বস্ব ফার্ম কপি করে এই মার্কেটিং চালিয়ে যাচ্ছে | তার তো লজ্জা হওয়া উচিত, আমি এই কাজ কেন করছি ? সেই লজ্জা কি আছে ?
আমরা একবাক্যে বলবো- এই লজ্জা মৌসুমী ভুঁইফোড় এইসব ব্যবসায়িদের নেই | তাদের কাছে সার্ভিসটা বড় কথা নয়, টাকা কামানোটাই আসল উদ্দেশ্য | — শা অ্যাডমিন ম্যানেজার