L O A D I N G

MRS. PANNA AKTER | Canada Visitor Visa

ভালবাসার টানে ….. প্রিয়মুখের আহবানে

থ্যাংক ইউ ম্যাডাম ( পান্না আক্তার ) ।

স্কুলিং ভিসায় মেয়েকে পাঠিয়ে মায়ের মন, কোনো কিছু কি খেতে মন চায় না কোনো কিছু রাঁধতে ইচ্ছে করে ? এক মেয়ে লন্ডনে , আরেক মেয়ে কানাডায় । এমন সাহসী মাকে কি ধন্যবাদ দেবো ? আমাদের সময়ে মায়েদের কত বাহানা ছিল ? জাহাঙ্গীরনগর ভার্সিটিতে চান্স পাওয়ার পর মা বললেন, ঐখানে অনেক সাপ, ব্যাঙ বেজির উৎপাত ; আর রাত্রে নাকি ভূতের আড্ডা ! জিজ্ঞেস করলাম , মা , তুমি কি ওই ভার্সিটির ছাত্রী ছিলা ? ধমক দিয়ে মা বলেছিলেন, দূর হ আমার চোখের সামনে থেকে ! মুখে মুখে তর্ক করবি না ! মায়ের এই ধমকের পর আর জাহাঙ্গীরনগর ভার্সিটিতে পড়া হয়নি ! শেষ ঠিকানা ঢাকা ভার্সিটি । কমান্ড ছিল একটাই – প্রতি রবিবারে বাড়ি ফেরা চাই । আগে তো রবিবারেই সাপ্তাহিক ছুটির দিন ছিল ! কি মধুর সেই দিনগুলি ! পৃথিবীর প্রতিটা মা এমনি ! পরজনমে একজন মা হতে চাই !

পান্না ম্যাডাম অনেক নারীদের কাছে আইকন ও সন্তানকে বিশ্বাস করে বিদেশের মাটিতে মানুষ করবার সংকল্পের অনন্য উদাহরণ ! দুটো মেয়েকেই বিদেশে পাঠিয়ে এখন উনার ইচ্ছে , কানাডায় পাঠিয়ে দেওয়া মেয়ের কাছে গিয়ে কয়েকদিন থাকবেন । শা এসোসিয়েটস ম্যাডামকে আশ্বাস ও ভরসা দিলেন, আপনি যাবার জন্যে লাগেজ প্যাক করুন, আপনি যাচ্ছেন এই ঈদে । প্রথমবার ভুলভাল ফাইল জমা দিয়ে রিফিউজ্ড হয়ে অনেকটাই অনিশ্চয়তায় ছিলেন । অথচ ম্যাডাম জানেন না , উনি কোথায় এসেছেন ? মাত্র দশদিনে ম্যাডামকে দশ বছরের ভিসা প্রদানের অরিজিনাল পাসপোর্ট রিকিউয়েস্ট লেটার হাতে ধরিয়ে দিয়ে প্রমান করেছি, এই সেক্টরে যে যত কথাই বলুক, যত গল্পই দিক না কেন; শা টিমের কাছে সব আদর্শলিপি !

পান্না ম্যাডামের মতন দৃঢ়চেতা অসম্ভব জেদি ও সাহসী নারীকে শা টিম জানাচ্ছে গ্রেট স্যালুট ! — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment