L O A D I N G

Mr. ABUL KALAM & MRS. ATIYA KALAM | Canada Visitor Visa

ভালবাসার টানে ….. প্রিয়মুখের আহবানে

থ্যাংক ইউ ম্যাডাম এন্ড স্যার ।

মেয়েদের জন্য বাবাদের মন মনে হয় একটু বেশী কাঁদে ! হৃদয়টা মনে হয় দুমড়ে-মুচড়ে উঠে । বুকের কোথায় যেন একটা চিনচিন ব্যথা অনুভব হয় ! আবুল কালাম স্যারের বোধহয় এখন তেমনটাই মনে হচ্ছে । হাজব্যান্ডের স্টাডি পারমিটের সূত্রধরে ইরতেফা আলমা কালাম ম্যাডাম ভ্যাংকুভারে গিয়েছেন; বেশীদিন হয়নি । এরমধ্যেই স্যার এসে অফিসে হাজির । মেয়ের হাতে ঔষুধ , এক গ্লাস পানি , নিয়ম করে খাবারের সবকিছু নাকি এলোমেলো হয়ে যাচ্ছে । আজকে বাবা দিবসে এমন একজন বাবাকে নিয়ে পোস্ট লিখতে পেরে শা টিম গর্বিত ও ধন্য মনে করছে । ইরতেফা ম্যাডামের মতো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মেয়ে বাংলার ঘরে ঘরে , যাঁদের প্রথম হিরো শাহরুখ খান কিংবা অমিতাভ বচ্চন হচ্ছে তাঁর বাবা । এটাই ধ্রুব সত্য | বাবার গলা জড়িয়ে ধরে যে কাজ আদায় করা যায়, বাবার বুকে মাথা রেখে যতটা নির্ভরতা পাওয়া যায় , বাবার হাতে হাত রেখে যতটা পথ হাঁটা যায় ; আর কারো সাথেই সেটা সম্ভব নয় । আপনি যদি এটাকে অস্বীকার করেন, সেটা আপনার উপলব্ধির ভুল বা বোঝার অক্ষমতা !

অতি স্বল্প সময়ে স্যার ও ম্যাডামকে মেয়ের কাছে এবারের ঈদ আনন্দ ভাগাভাগি করে দেবার বন্দোবস্ত করতে পেরে আমরা সত্যি সত্যি অনেক আনন্দিত । জম্পেশ ঈদ এবার ভ্যাংকুভারে ।– শা অ্যাডমিন ম্যানেজার 

Leave a Comment