খালিদ হাসান | শা এসোসিয়েটস গুলশান ব্রাঞ্চের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার , তারচেয়েও বড় পরিচয় ইমিগ্রেশন কনসালটেন্ট | কানাডা , অস্ট্রেলিয়া এবং ডেনমার্কে সপরিবারে ইমিগ্রেন্ট ভিসা নিয়ে বাংলাদেশে যারাই কাজ করেন এবং দক্ষ অভিজ্ঞ কনসালটেন্ট বলতে ঢাকা শহরে যদি পাঁচজন ব্যক্তি থেকে থাকেন, তাহলে খালিদ সাব এক থেকে তিনের মধ্যে থাকবেন | আমরা এটা জোর দিয়ে বলছি এ’কারণে যে , আমাদের হাত দিয়ে যতজন ঢাকা শহরের মাল্টিন্যাশনাল ব্যাংকের ম্যানেজার , ভাইস প্রেসিডেন্ট ; কোম্পানির সিইও , ম্যানেজিং ডিরেক্টর; অর্থনীতিবিদ, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডাক্তার , ইন্ডাস্ট্রির ম্যানেজার; গ্রূপ অব কোম্পানিজের উচ্চপদস্থ কর্মকর্তা ; সরকারি-বেসরকারি সংস্থার হাই-অফিসিয়াল কানাডা , অস্ট্রেলিয়া , ডেনমার্ক গিয়েছেন তাঁদের প্রত্যেকের ডাটা আমাদের অফিসে সংরক্ষিত আছে | খালিদ সাবের হাত দিয়ে যতগুলো ইমিগ্রেন্ট ভিসা হয়েছে , ততগুলো বিস্কুট ও অনেক কনসালটেন্সি ফার্মের মালিক খাননি | খালিদ সাহেব একজন ধর্মভীরু , নামাজী , সুশিক্ষিত আধুনিক মনের মানুষ | জীবনের প্রথম চাকুরী আমেরিকার লস এঞ্জেলসে একটি আইটি ফার্মে, এইচ১বি ভিসায় | তারপর শা এসোসিয়েটসে | স্টুডেন্ট সেক্শনেও তার সমান আধিপত্য | তাঁর ডাইনামিক কাউন্সেলিংয়ে প্রায় দুইশ ছাত্র-ছাত্রী আজ কানাডা ও আমেরিকার কৃতি স্টুডেন্ট | কাজের মাঝে ডুবে থাকতে পছন্দ করেন আধুনিক রুচিশীল এই কর্মকর্তা | শা এসোসিয়েটসকে নিয়ে নিত্যনতুন বিজনেস ডেভেলপমেন্ট পরামর্শ আজকের এই প্রতিষ্ঠানের সাফল্যের মূল কারণ | খালিদ সাব সময় পেলেই সুস্থধারার সংস্কৃতি নিয়ে চর্চা করেন | গান শুনতে পছন্দ করেন, অফিসিয়াল প্রোগ্রামে নিজের গলায় মাঝে মাঝে গান ও শোনান | অফিসিয়াল ডকুমেন্টারি ফিল্ম ” দ্যা বর্ডার “-এ সমসাময়িক এক বাস্তব চরিত্রে অভিনয় করে লাখো দর্শকের মন ছুঁয়েছেন এই প্রতিভাবান কর্মকর্তা | ইউটিউবে দেখুন ” The Border ” | ব্যক্তিজীবনে উনি দুই সন্তানের জনক এবং ধর্ম বিষয়ক একটি বইয়ের লেখক ” আলোকিত জীবনের সন্ধানে ” |
খালিদ সাহেবের সাথে সরাসরি কথা বলতে চাইলে চলে আসুন আমাদের শা এসোসিয়েটসের গুলশান অফিসে | স্যুট-২, লেভেল-৩, ইউনিকর্ন প্লাজা, ৪০/২ নর্থ গুলশান এভিনিউ , গুলশান-২ , ঢাকা-১২১২. ইমেইল : [email protected]