L O A D I N G

MD SAIFUL ISLAM & MRS. NAHIDA ISLAM | Canada Visitor Visa

ভালবাসার টানে ….. প্রিয়মুখের আহবানে

থ্যাংক ইউ ম্যাডাম এন্ড স্যার ।

কথা দিয়েছিলাম, হাফ-সেঞ্চুরির গল্প নিয়ে আপনাদের সাথে থাকবো পাক্কা পঞ্চাশ দিন | কথা রেখেছি | প্রায় একশো বিশজন স্টুডেন্টস, ওপেন ওয়ার্ক পার্মিট ও ভিজিটর ভিসার সাকসেস ঝুলি থেকে নির্বাচিত পঞ্চাশজনকে নিয়ে দেওয়া ধারাবাহিক পোস্টের আজকে শেষদিন | আবার আপনাদের সাথে কথা হবে সেপ্টেম্বর সেশনের সাফল্য নিয়ে | জানুয়ারী ও মে সেশনে খুব কম ভিসা ইস্যু হয়, যা ফল সেশন সেপ্টেম্বরে হয়না | তখন ভিসার রেশিও অনেক বেশী থাকে | কারণ, সব ইউনিভার্সিটিতে তখন সকল কোর্স এভেইলেবল থাকে | আমাদের পরবর্তী স্বপ্নের উড়ান গল্পের সিরিজ শুরু হবে পহেলা সেপ্টেম্বর থেকে ৩১শে অক্টোবর পর্যন্ত্য , টানা ষাট দিন | অপেক্ষায় থাকুন | এবার চলেন, আজকের স্বপ্নের উড়ান গল্পের বর্ণনাটা একটু পড়ে নেই |

ব্যাচেলর ডিগ্রি অর্জনে ইউনিভার্সিটি অফ ক্যালগ্যারিতে নিয়াজ সাইফ ভাই গিয়েছেন , বেশীদিন হয়নি | সন্তান বড় হতে পারে, কিন্তু মা-বাবার কাছে সেটা একেবারেই ছোট | সন্তানকে দেখার ও সাথে বসে গল্প করবার একটা প্রবল ইচ্ছা মায়ের মনে উঁকি দিলো | মায়ের চোখে তাঁর প্রতিটা সন্তানই বীরপুরুষ | বাবার চোখে মেয়েরা যেমন ওয়ার্ল্ড প্রিন্সেস !
আশা করছি এবার নিয়াজ ভাই তাঁর বাবা-মায়ের সাথে কোরবানির ঈদটা ঠিক তেমনভাবেই এনজয় করবেন , যেমন করতেন বাংলাদেশে | পারিবারিক বন্ধনগুলো এইভাবেই টিকে থাকুক , বাংলা ও বাঙালি বলে কথা ! আমাদের প্রতিটা দিনই মা দিবস, পরিবার দিবস ও বাবা দিবস !

সাইফুল ইসলাম স্যার ও নাহিদা ম্যাডামকে আমাদের আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা শা এসোসিয়েটসের সাথে অনেক সময় ধরে জার্নি করবার জন্যে | ঈদ মুবারক | —- শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment