L O A D I N G

উচ্চ শিক্ষার্থে কানাডায় যেতে মে সেশনের ( স্প্রিং 2017 ) ফাইল জমা নেওয়া শুরু হয়েছে

উচ্চ শিক্ষার্থে কানাডায় যেতে মে সেশনের ( স্প্রিং 2017 ) ফাইল জমা নেওয়া শুরু হয়েছে এবং চলবে আগামী ১৫ই মার্চ পর্যন্ত | ! যারা ইতিমধ্যে কানাডার নামকরা বিশ্ববিদ্যালয় কিংবা কলেজ থেকে Acceptance Letter অথবা অফার লেটার পেয়ে গেছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন …কয়েকটি বিষয়ের জন্য- টপ 5 : যেমন,
1. কিভাবে ফর্ম Fill-up করবেন, ২. স্টাডি প্ল্যানটা কিভাবে লিখলে ভালো হয়, 3. কভার লেটার এর ধরণটা কেমন হলে ভিসা কনসুলার পড়ে খুশি হবেন , 4. আপনার স্পনসর এর কি কি কাগজ কিভাবে জমা দিলে ভিসা কনসুলারের বুঝতে সুবিধা হবে, 5. ব্যাঙ্ক সাপোর্ট ( এডুকেশন লোন ) কিভাবে নিতে হয়, কতদিনের জন্য নিলে ভালো হয় ?

যারা গত সেশনে ( উইন্টার 2017 ) অফার লেটার এনে নিজে নিজে ট্রাই করে রিফিউজড হয়েছেন, তারা ও যোগাযোগ করতে পারেন | IELTS নেই এমন ছাত্র-ছাত্রীরা দয়া করে যোগাযোগ করবেন না কিংবা 6.5-এর নীচে IELTS আছে এমন কেহ দয়া করে ফোন দিবেন না | আমাদের কাছে আসার আগে ভালো করে আমাদের সম্মন্ধে জেনে, শুনে , বুঝে তারপর আসবেন | আপনার বিশ্ববিদ্যালয়ের বা কলেজের কোনো বড় ভাই বা বোন কিংবা আপনার সহপাঠী তাদের কাছ থেকে জানার চেষ্টা করলে ভালো হয় ! আমাদের অফিস থেকে প্রতি তিনমাস পর পর প্রকাশিত নিউজলেটার-এ ছাত্র-ছাত্রীদের Testimonial পড়ে আমাদের সাথে কাজ করার ব্যাপারে আগ্রহী হবার জন্য বিশেষ অনুরুধ করা গেলো |

মিষ্টি মধুর কথা বলে আপনার কাছ থেকে ফাইল নেবার পর্যাপ্ত সময় আমাদের হাতে নেই ! বিস্তারিত তথ্যের জন্য আমাদের ওয়েবসাইট ব্রাউস করুন ( www.saavisa.com ) অথবা সরাসরি অফিসে এসে কথা বলুন !

আমরা আপনার সময় , শ্রম ও কষ্টার্জিত অর্থের যথাযথ সন্মান ও মূল্য দিতে বদ্ধপরিকর | আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ |
—শা এক্সিকিউটিভ টীম

Leave a Comment