L O A D I N G

Li Ziqi is the best Chinese food blogger and internet celebrity ~ SA Associates

অবশ্যই এই পোস্টটি পড়বে!!

প্রিয় বন্ধুরা ,
আজকে তোমাদেরকে এমন একটি বিষয় নিয়ে পোস্ট দিচ্ছি, যা পড়ে তোমরা নিজেরাই অনেকটা চেঞ্জ আনবে। জীবনের চলার পথে আনবে অনেক পরিবর্তন। আমরা সবসময় বলে আসছি, সোশ্যাল মিডিয়ায় থাকো, ভালো কথা! কিন্তু ফেসবুক, ইউটিউব যেন তোমাদের জীবন থেকে মূল্যবান সময়গুলো কেড়ে না নেয়। এর পিছনে বেশী সময় দিয়ে পরে আফসোস করে লাভ নেই। ইউটিউবে লি জিকির (Li Ziqi) ভিডিও দেখোনি, এমন কেউ নেই! সাড়ে তিপান্ন লক্ষ সাবস্ক্রাইব তাঁর চ্যানেলের! তোমরা তাঁর ভিডিওগুলো দেখে হয়তো বলবে, প্রতিটা ভিডিও সময় নিয়ে করা। সেইজন্যই সুন্দর! কিন্তু আমাদের কথা হচ্ছে, সে কি একটা মিনিট অযথা সময় নষ্ট করার মতো কোনো কাজ করে নাকি তাঁর সেই সময় আছে? এখানে এই প্রসঙ্গটা আনার কারণ হলো, পরীক্ষা শেষে কিংবা ক্লাস শেষে অযথা সময় নষ্ট না করার জন্য আমরা সবসময় বলে আসছি। IELTS-এর কথা বললেই তোমাদের জ্বর চলে আসে। কেন? বিয়ার গ্রিলসের ভিডিওতে একবারও কি সে বলেছে, আমি বোধ হয় এটা পারবো না, সরি ম্যান! বিশ্বের রাষ্ট্রনায়করা এখন তাঁর সাথে এডভেঞ্চার ট্যুরে যেতে চায়। লি জিকির প্রত্যেকটি ভিডিও দেখে একটা জিনিসই শিখবে, অযথা টিকটক, ফেসবুকে অযথা ফানি পোস্ট, হালকা বিনোদনের পিছনে সময় না দিয়ে তোমার যেটা কাজ, সেটা আগে শেষ করো। চব্বিশ ঘন্টা সময়টাকে নিজের মতো করে ভাগ করে নাও। সবকিছুর উপর ভাগ আছে, কিন্তু তোমার আজকের দিনটার উপর কারো কোনো ভাগ নেই, সেটা একান্তই তোমার ব্যক্তিগত। আশা করছি, লি জিকির ভিডিও কিংবা বিয়ার গ্রিলের ভিডিও দেখে নতুন উদ্যমে আজ থেকে নেমে পড়বে, নিজেকে জয় করতে। আগে নিজেকে চেনো-জানো, তারপর অন্যকে নিয়ে গবেষণা করো, অনুকরণ কিংবা অনুসরণ যাই করো! — শা অ্যাডমিন ম্যানেজার

লি জিকির সকল ভিডিও দেখতে ক্লিক করো
https://www.youtube.com/channel/UCoC47do520os_4DBMEFGg4A

Leave a Comment