L O A D I N G

Leading University থেকে কানাডার Concordia University তে মাজেদ ভাই।

দুটি পাতা একটি কুড়ির শহরের ছেলে মাজেদ আহমেদ। বাংলাদেশে অনেকেই সিলেটকে বলেন শাহজালালের পুণ্যভূমি। তেল-চা-গ্যাস , সিলোটি বাংলাদেশ। সেই সিলেটের লিডিং ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সাইন্স নিয়ে অনার্স শেষ করে চায়ের সুঘ্রানের মতো ভেসে চলে এলেন ঢাকার ১৭/সি পান্থপথে, শা এসোসিয়েটসের কর্পোরেট অফিসে। বাপন সাহা আর মাজেদ আহমেদ, মুখোমুখি দুজনে। একজন ফিউচার গঠনের জন্য, আরেকজন ফিউচার সিকিউরড-এর জন্য। পরিকল্পনা অনুযায়ী বাপন সাহা আবারো চায়ের সুঘ্রানের মতো ভেসে ভেসে কানাডার কনকর্ডিয়া ইউনিভার্সিটি থেকে আনলেন মাস্টার্সের অফার লেটার। ইনফরমেশন সিকিউরিটি সিস্টেমের উপর স্পেশালাইজেশন ; যা এখন প্রত্যেকটি দেশে ভেরি ইম্পরট্যান্ট মেজর সাবজেক্ট। মাজেদ আহমেদ খুশি তো আমরা খুশি। চা-পাতার শহরের ছেলে এখন মন্ট্রিয়ালের ম্যাপল লিফের দেশে। দুটোই পাতা , পার্থক্যটা হচ্ছে …একটা হৃদয়ের, আরেকটা ভবিষ্যতের। মাজেদ আহমেদ এর মতো ছাত্ররা চা পাতার সুঘ্রাণের মতো ছড়িয়ে পড়ুক সমগ্র বিশ্বে , সাথে রাখুক শা এসোসিয়েটসের ক্যারিয়ার স্পেশালিস্ট বাপন সাহাকে। ভালো থাকুন মাজেদ ভাই। 

Leave a Comment