L O A D I N G

Leading University থেকে কানাডার Seneca College-এ মৌসুমি রাণী দাস!!

Student Name: Mousumi Rani Das
Ex. Student of Leading University
Admitted at Seneca College

ভবিষ্যৎ মানুষ নিজে তৈরি করে, অতীত সেখানে শিক্ষক হিসেবে কাজ করে আর বর্তমান সাহসের জোগান দেয়। অতীত আর বর্তমানের সঠিক মেলবন্ধনই জন্ম দিতে পারে একটা সুন্দর ভবিষ্যতের। আমাদের চাহিদার দিগন্তে রামধনুর রঙ লাগায় সাফল্য। আর এই সাফল্যকে ছোঁয়ার টানেই হয়ত আমরা পেরিয়ে যেতে পারি সমস্ত বাধা-বিপত্তি। ঠিক এরকমই, সাফল্যকে বড্ড নিজের করে পাওয়ার আকাঙ্খা ছিল মিষ্টি মেয়েটির। নাম, মৌসুমি রাণী দাস। মৌসুমি তার মেয়েবেলা থেকেই শুরু করেছিলেন আগামী দিনগুলোকে সাজিয়ে তোলার প্রস্তুতি। অদম্য মনোভাব, বুদ্ধিমত্তা আর সাহসী এই তরুণী জীবনে পিছু হঠতে শেখেন নি কখনই।

জীবনের প্রত্যেকটা সাফল্য তাকে বলেছে আরও এগিয়ে যেতে, নিজের করে আনতে প্রাপ্য সব সাফল্য। ঠিক এই কারণেই, সিলেটের লিডিং ইউনিভার্সিটি থেকে নিজের কাঙ্ক্ষিত ডিগ্রি নিয়ে মৌসুমি যেতে চেয়েছিলেন ম্যাপেল লিফের দেশ, কানাডায়। উদ্দেশ্য, নিজের প্রতিভার বিস্তার। ঢাকার পান্থপথে শা এসোসিয়েটসের অফিসে এসে পথপ্রদর্শক হিসেবে পেয়ে গেলেন বাপন সাহাকে। কানাডা সরকার কর্তৃক স্বীকৃত কানাডা স্পেশালিস্ট প্রোগ্রাম এবং কানাডা কোর্স গ্র্যাজুয়েট সার্টিফাইড, শা এসোসিয়েটসের ভিসা কনসালটেন্ট বাপন সাহা দক্ষতার সঙ্গে যাবতীয় ব্যবস্থা করে দিলেন মৌসুমিকে। মৌসুমি নির্বিঘ্নে ভর্তি হয়ে গেলেন সেনেকা কলেজে নিজের পাঠক্রম এগিয়ে নিয়ে যেতে। প্রবাসে থেকেও পেলেন আশ্বাসের হাত।মৌসুমি আজ নিজের জীবনে সফল এক নারী। আমাদের প্রাণভরা অভিনন্দন হার না মানা, ব্যক্তিজীবনে সফল এই নারীর জন্য।

Leave a Comment