L O A D I N G

JUST থেকে গ্র্যাজুয়েশন করে, IELTS এ 7.0 পেয়ে হাসান ভাই এবার বেছে নিলেন কানাডার সেনেকা কলেজকে ।

কংগ্র্যাচুলেশন্স মোহাম্মদ আব্দুল্লাহ আল হাসান ! আমরা ধন্যবাদ জানাচ্ছি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি ডিন ও সকল প্রফেসরদের , যারা একজন হাসান তৈরী করতে অনেক গুরুত্বপূর্ন ভূমিকা রেখেছেন । একজন শিক্ষক একটি জাতির একটি জেনারেশনের অভিভাবক, আমরা ছোটবেলা থেকেই তা পড়ে আসছি । আজকে এতো যে ছাত্র-ছাত্রীদের বিদেশে মুখর পদচারণা , তার প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকায় আমাদের শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকাগণ , শা এসোসিয়েটস টিম সকাল স্যারদের জানাচ্ছে গ্রেট স্যালুট । আমাদের প্রানঢালা শ্রদ্ধা রইলো হাসান ভাইয়ের মা-বাবার প্রতি ! জাস্ট ( JUST ) থেকে মলিওকুলার বায়োলজি নিয়ে গ্র্যাজুয়েশন করে, IELTS এ 7.0 পেয়ে হাসান ভাই এবার বেছে নিলেন কানাডার সেনেকা কলেজকে । সেখানে ক্যামিকেল ল্যাবরেটরি টেকনোলজি নিয়ে পিজিডি করতে এখন সেনেকার বরফঢাকা ক্যাম্পাসে । তারপরের লক্ষ্য কোয়ালিটি কন্ট্রোল এন্ড ইম্পলিমেশন নিয়ে মাস্টার্স করা । হাসান ভাইয়ের সাফল্যের পিছনে আরেক কারিগর ছিলেন আমাদের কর্পোরেট অফিসের সিনিয়র কনসালটেন্ট আল-আমিন সুমন স্যার ! স্যারকেও আমাদের ধন্যবাদ দেওয়া উচিত ! — শা অ্যাডমিন ম্যানেজার

আমাদের সাথে যোগাযোগের জন্য কন্ট্যাক্ট করুন অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে।
 হোয়াটসঅ্যাপ নম্বর: +880 1755227755

Leave a Comment