L O A D I N G

Journey from Home – SA Associates to University of Melbourne

অর্ণব চক্রবর্তী। আমাদের শা এসোসিয়েটস এর প্রধান নির্বাহী কর্মকর্তা সুপ্রিয় কুমার চক্রবর্তী স্যারের কৃতি সন্তান। রুশ দূতাবাসে বারো বছর চাকুরী এবং নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানের মাধ্যমে হাজার হাজার ছাত্র-ছাত্রী পাঠিয়ে স্যার সবসময় ভেবেছিলেন, নিজের সন্তানকেও মানুষের মতো মানুষ করবেন। আর তা ছাড়া, লিটল মাস্টার অর্ণব ভাইয়াও নিজেকে গড়ে তোলার ব্যাপারে সবসময় ছিলেন এক ধাপ এগিয়ে। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মডেল ইউনাইটেড নেশন্স প্রোগ্রামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা থেকে শুরু করে, ড্রাগ এওয়ার্নেস, স্কাউটিং, বিশ্ব ভ্রমণ, এপ বানানো, সব কিছুতেই ছিল অর্ণবের মুখর পদচারণা। শা এসোসিয়েটসের প্রথম অফিসিয়াল এপ (SAAINFO) অর্ণবের হাত দিয়েই করা। অবসরে ক্যামেরা ফটোগ্রাফি এবং গিটারে চমৎকার সময় কাটায় সে। ধানমন্ডির ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুল থেকে সাফল্যের সাথে ও’লেভেল এবং এ’লেভেল শেষ করে অর্ণবের স্বপ্ন অস্ট্রেলিয়াতে উচ্চশিক্ষা নেওয়া। আর সেভাবেই নিজেকে প্রস্তুত করেছে সে। IELTS-এ ৮.০ স্কোর তুলে অস্ট্রেলিয়ার চারটি টপ র‌্যাঙ্কিং ইউনিভার্সিটির অফার পেলো অর্ণব। কিন্তু সব হিসেব-নিকেশ করে বর্তমানে অস্ট্রেলিয়ার এক নম্বর বিশ্ববিদ্যালয় “The University of Melbourne”-এ মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ার স্বপ্ন নিয়ে এখন দ্বিতীয় বর্ষে অর্ণব। প্রায় এক বছর পর সিইও স্যারের ছেলেকে নিয়ে পোস্ট দেবার কারণ, আমরা শুধু আমাদের ভ্যালুয়েড অভিভাবকদের সন্তানদেরকেই পাঠাই না, সেইসঙ্গে আমরা নিজের ঘরেও ভালো কিছুর জন্যে চর্চা করি। আর সেই শুরুটা আমাদের সিইও-র সুইট হোম থেকেই। অর্ণবের জন্য আমাদের শুভ কামনা। — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment