বিশেষ অনুরোধ : সিইও-এর ডেস্ক থেকে
করোনা ভাইরাসের কারণে লকডাউনের দোহাই দিয়ে কিছু ব্যক্তি ও কনসালটেন্সি ফার্ম ( বিদেশ থেকে ) অনলাইনের মাধ্যমে পরামর্শ দিয়ে খুব দ্রুত অফার লেটার পাইয়ে দেওয়ার কথা বলে নতুন ফন্দি বের করেছে । তারা ভার্সিটির সাথে অফিসিয়াল ওয়েবিনার ( Webinar ) -এ জয়েন করে এটা বুঝাতে চাইছে যে, আমরা ওই ইউনিভার্সিটির অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ ! আসলে , এই ধরণের ওয়েবিনার-এ আপনিও ফ্রিতে অংশ গ্রহণ করতে পারেন । যেমন , আগামী ২১শে মে ২০২০ ঢাকাস্থ কানাডিয়ান হাইকমিশন আয়োজিত অনলাইন ওয়েবিনারে আপনিও অংশ গ্রহণ করতে পারেন ।
✅ Registration Link
https://
অনেক ইউনিভার্সিটি এই অনলাইন কনফারেন্সে অংশ নেবে । এই অনলাইনে টুকটাক কথা বলা মানেই এই না যে , আপনি ভর্তির জন্য বিবেচিত । এই’দেশে ইউনিভার্সিটির প্রতিনিধি এসে পর্যন্ত্য অফার লেটার দেওয়ার ক্ষমতা রাখে না , আর সেটা তো অনলাইনের ওয়েবিনার !! অতএব, আপনাদের কাছে অনুরুধ , অযথা মিষ্টি কথার চক্করে পরে অহেতুক যেখানে সেখানে টাকা জমা দেবেন না । এ’দেশ থেকে কিছু ছাত্র এবং ভিজিটর , ভিজিট ভিসায় কানাডা গিয়েই রিফিউজি ক্লেইম করে রাতারাতি কনসালটেন্ট হয়ে যায় , নানান উপদেশ আর অনলাইন ভিত্তিক অফিস খুলে বসে । হয়তো খোঁজ নিয়ে জানা যাবে , কেউ না কেউ আমাদের মাধ্যমেই কানাডা গেছে অথবা আমাদের অফিসে একসময় কর্মরত ছিল | অনেক প্রমান আমাদের হাতে রয়েছে । অতএব, সতর্ক হন , সাবধান থাকুন । আমাদের প্রত্যেকটি অফিসার অনলাইনে এক্টিভ আছেন , আপনি যে কোনো প্রয়োজনে তাদেরকে ইমেইল করুন, কথা বলুন, চ্যাট করুন । যে কোনো পরামর্শ নিজের দেশে বসে নিজের ঘরের মানুষদের কাছ থেকে নিন । ঘরে থাকুন, নিরাপদে থাকুন |
We can’t spell SCCESS without U.
Join the Government of Canada official education online fair!
✅ Registration Link
https://
আমাদের সাথে কথা বলতে সরাসরি কল অথবা টেক্সট করুন আমাদের অফিসিয়াল হোয়াটস্যাপ নম্বরে ।
✅ হোয়াটস্যাপ : 01755227766, 01755227755
To “Your” Success,
SA Associates