শিক্ষা যদি শুধু বইএর পাতায় আটকে থাকে তবে তা হয় অসম্পূর্ণ। সাথে কানাডায় জীবনযাপন ব্যয় বহন কম নয়। সে জন্য সাবালক ও সাবালিকা বিদেশি ছাত্র ছাত্রী রা চান পড়ার সাথে সাথেই কাজ করতে। আপনি যদি আগ্রহী হন তবে আপনার জন্য আছে সুখবর। কানাডার বিভিন্ন কলেজ ও ইউনিভার্সিটি পড়ার পাশে কাজের সুযোগ ও দিয়ে থাকে। বিভিন্ন জায়গাতে Internship and Co-operational services পাওয়ার ক্ষেত্রে আছে বিশেষ ব্যবস্থা। সুশৃঙ্খল ব্যবস্থাপনা সুনিশ্চিত করে সময়মত সেমিসটার ও যাবতীয় পড়ার নির্বিঘ্নতা। এই পদ্ধতির ফলে আপনার যে যে সুবিধা হয়ে থাকে—-
১. বাড়তি অর্থ উপার্জন।
২.বাস্তব ফিল্ডে কাজের দক্ষতা বৃদ্ধি।
৩.সময়ের সঠিক ব্যবহার।
৪.বইতে পড়া বিষয় কে কাজে লাগানোর সুযোগ।
৫. ব্যবসায়িক পরিচিতি বৃদ্ধি।
৬। সর্বোপরি ভবিষ্যতের জন্য নিজের resume দৃঢ় করা।
নিজে এই সুবিধা সংক্রান্ত সকল তথ্যের জন্য কানাডার নিজের ওয়েবসাইটে খোঁজ করা সম্ভব, জেনে যাওয়া যায় আদৌ আপনি যোগ্য কিনা।
Government of Canada ➡️ www.canada.ca/en.html
To speak to one of our consultants please fill out the form below and we will contact you shortly.
Apply Now ➡ https://goo.gl/73cKxg
Apply Now ➡ https://goo.gl/73cKxg