L O A D I N G

Select Your Style

Choose your layout

Color scheme

IELTS-এ 8.0 পেয়ে McGill University বেছে নিলেন আবরার ফাহাদ রহমান অনিক ভাই।

আবরার ফাহাদ রহমান অনিক। স্কলাস্টিকার তুখোড় মেধাবী ছাত্র। ও’লেভেল এন্ড এ’লেভেলে অল গ্রেড ষ্টার। IELTS-এ 8.0 । এ’ধরণের ছাত্রদেরই খুঁজে কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটি। আমাদের কাছে অনিকের মতো ছাত্রদের আসা মানে পুরো কাজটা নিখুঁত নির্ভেজালে প্রসেস করা। আরেকটি কারণ, অনিকের বড় ভাই অর্ণব আমাদের মাধ্যমেই ২০১৬ সালে কানাডার এক নং বিশ্ববিদ্যালয় University of Toronto-তে গিয়েছিলো আন্ডারগ্রেড করতে। সেই বিশ্বাস ও ভরসার জায়গাটা এখনো আছে বলেই অনিক আমাদের কাছে এসেছিলো। আমরাও অনিকের মতো ছাত্রদের সার্ভিস দিতে পেরে আনন্দিত ও গর্ববোধ করছি। জীবনের ক্যারিয়ারে ভি সাইন সবসময় এমনি থাকুক, সেই প্রত্যাশায়। — শা অ্যাডমিন ম্যানেজার

কানাডিয়ান হাই কমিশনে সেপ্টেম্বর সেশনের ফাইল জমা দিতে চাইলে এক্ষুনি যে কোনো এক্সপার্ট কনসালটেন্টের এপয়েন্টমেন্ট বুক করুন।
Book your Appointment ➡ https://saavisa.com/apply/
Book your Appointment ➡ https://saavisa.com/apply/

Leave a Comment