যিনি IELTS.-এ ৮.০ পেয়েও ভিসা রিফিউজ্ড হয়েছেন , সেটার জন্য দায়ী উনার ডকুমেন্টস লেকিং , ফাইল সাবমিশনে অভিজ্ঞতার ঘাটতি ও নিজের উপর অতিরিক্ত কনফিডেন্স ! আপনি সবসময় একটা জিনিস মনে রাখবেন …দূতাবাস ও হাইকমিশনের ভিসা অফিসার আপনার ভিসা এপ্লিকেশন থেকে চুম্বক অংশ পড়তে চায়, দেখতে চায় , শুনতে চায় , স্যাটিসফাইড হতে চায় ! আপনার অতিরিক্ত যোগ্যতা মানে এই না যে …হাইকমিশন কিংবা দূতাবাস আপনাকে ভিসা দিতে বাধ্য ! অতএব, যিনি IELTS-এ 6.5 পেয়েছেন ; যদি ভিসা অফিসারের মনমতো স্টাডি প্ল্যান, কভার লেটার , স্টেটমেন্ট অফ ইনটেন্ট , ফাইনান্সিয়াল ডকুমেন্টস এবং ক্লায়েন্টস ইনফরমেশন যথোপযুক্ত হয় ; যা পড়তে চেয়েছিলেন ভিসা অফিসার তাই পড়েছেন কিংবা আপনার সাথে ইন্টারভিউর সময় কথা বলে খুশি হয়েছেন , তাহলে অবশ্যই আপনি IELTS-এ 6.5 পেয়েও ভিসা পাওয়ার যোগ্যতা রাখেন |
সেই ক্ষেত্রে আমরা একটা কথাই বলবো- একজন ওভারসিজ এডুকেশন ও ক্যারিয়ার কনসালট্যান্ট এর পরামর্শ , তাঁর সার্ভিস নিতে কার্পণ্য করবেন না | আপনি যদি একটা ভিসা পারপাসে দুনিয়ার টাকা খরচ করতে পারেন; তাহলে যে যেই বিষয়ে অভিজ্ঞ দক্ষ ও সাফল্যের প্রমান রয়েছে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের হেল্প নিতে অসুবিধাটা কোথায় ?
সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন ব্লগ-বা ফোরামে এডুকেশন কনসালটেন্সি ফার্ম , কনসালটেন্ট নিয়ে বিষেদগার না করে নিজের ফিউচার ক্যারিয়ার ড্রিম নিয়ে সময় কাটান | অন্যের পেশা নিয়ে সমালোচনা না করে নিজে একজন এডুকেশন কনসালটেন্ট হয়ে নিন আগে , তারপর অন্যকে নিয়ে কথা বলুন | ভিসা হলেই এডুকেশন এজেন্ট বা কনসালটেন্ট ভালো, আর না হলেই তাঁরা দালাল , তাঁদের এভোয়েড করুন , ভুয়া এইসব ফালতু চিন্তা-ভাবনা , জ্ঞান-বুদ্ধির প্রলেপ থেকে নিজের ব্রেইনকে বের করে আনুন ! কোনো ফার্ম-ই কিন্তু কাউকে বাসা থেকে ধরে নিয়ে আসেন না ; প্রতিটা স্টুডেন্টস ও তাঁর অভিভাবক নিজের বুদ্ধি চিন্তায় এজেন্টের বা কনসালটেন্সি ফার্মের উপর শরণাপন্ন হন; তাঁদের সার্ভিস নেন | এখন আপনি কাকে সিলেক্ট করে নিজের ভিসা এপ্লিকেশন বা ক্যারিয়ারের সর্বনাশ করেছেন, এটাই হলো আমাদের এলার্মিং মেসেজ ! ভালো-মন্দ দোষ-গুন্ নিয়েই আমাদের এই পৃথিবী, এই দুনিয়ার সকল পেশা | আপনাকেই আগে সতর্ক হতে হবে , চৌকষ হতে হবে | — শা অ্যাডমিন ম্যানেজার