L O A D I N G

IELTS-এ ৬ বা ৬.৫ থাকলেই আপনি আবেদন করে ভিসা পেয়ে যাবেন…তাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, ইম্পসিবল

BE CAREFUL….DON’T BE A VICTIM OF FRAUD.
কানাডায় মাইগ্রেশন — হৈ চৈ হুলুস্থুল কান্ড ……..সাধু সাবধান !
পত্রিকা খুললেই কানাডায় মাইগ্র্রেশন ! মোবাইল খুললেই ফেসবুকে কানাডা নিয়ে বিজ্ঞাপন ! মনে হচ্ছে ….আপনি তাদের অফিসে খালি যাবেন , আর পাসপোর্ট-এ ভিসা লাগিয়ে তারপর টিকিট কেটে সোজা কানাডা | অদ্ভুত সব কাণ্ডকীর্তি | যার বিয়া তার খবর নাই….পাড়া পড়শীর ঘুম নাই !

অন্যান্য ফার্মের টাকার দরকার আছে …..আমাদের কি নাই ? আমাদের ও প্রয়োজন আছে | কিন্তু আমরা কানাডায় মাইগ্রেশনের কথা বলে কার কাছ থেকে টাকা নেবো ? কেন নেবো ? কি জন্য নিবো ? প্রশ্নটা সেখানে ! কানাডা সরকারের নতুন ঘোষিত ইমিগ্র্রেশন প্ল্যান ২০১৭ পড়ে আমরা যতটুকু বুঝতে পেরেছি ……বাংলাদেশিদের কানাডায় সপরিবারে যাওয়া এখন অনিশ্চিন্ত | শুধু অনার্স-মাস্টার্স, তিন-চার বছরের চাকুরীর অভিজ্ঞতা আর IELTS-এ ৬ বা ৬.৫ থাকলেই আপনি আবেদন করে ভিসা পেয়ে যাবেন……যারা এসব সস্তা ধারণা করে বসে আছেন …তাদেরকে পরিষ্কার ভাষায় আমরা বলতে চাই……ইম্পসিবল ( Impossible ) ! PNP বলেন আর এক্সপ্রেস এন্ট্রি বলেন কোথাও না ! সিস্টেম এবং প্রসেস দুটোই নাগালের বাইরে |

কিছু ফার্মের কাজই হচ্ছে ..আপনার চোখে টিনের চশমা পরিয়ে সাদা সিংহ দেখানো ! আপনি একটু সময় নিয়ে কানাডা সরকারের ইমিগ্রেশন ওয়েবসাইটে ঢুঁ মারুন…..একটু সময় নিয়ে সব গুলু পাতা পড়ুন ! কানাডা সরকারের ইমিগ্রেশন ওয়েবসাইট (http://www.cic.gc.ca/ctc-vac/getting-started.asp) | আপনার সুবিধার্থে আমরা বাংলায় রূপান্তর করে আমাদের ওয়েবসাইট-এ লিখে দিয়েছি ! আপনি ইচ্ছে করলে সেই পাতাগুলো পড়ে নিতে পারেন |

আমাদের ওয়েবসাইট এর ঠিকানা (www.saavisa.com) |

আমাদের ব্লগ এর ঠিকানা (www.ceo.saavisa.com) |

আমাদের সকল সম্মানিত ফেসবুক ব্যবহারকারী , পত্রিকা পাঠক , বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত সেমিনার-সভা-আলোচনা-কাউন্সেলিং -এ অংশগ্রহণকারী ব্যক্তিবর্গকে বলতে চাই…….আপনি অযথা কারো মুখের কথা বিশ্বাস না করে সরকারি ওয়েবসাইট ঘাটুন, যারা বর্তমানে কানাডা-তে আছে তাদের সাথে কথা বলুন, ভালো সু-প্রতিষ্ঠিত ফার্মের সাথে কথা বলুন ……..তারপর নিজেকে প্রশ্ন করুন…..আসলেই আপনি কানাডা যাওয়ার জন্য যোগ্য কিনা ? কাউকে আপনার কাজের জন্য এক হাজার টাকা ও দিবেন কিনা ?

মিষ্টি মিষ্টি কথা বলে আপনার পকেট থেকে টাকা খসানোর লোকের সংখ্যা ঢাকা শহরে কি পরিমান যে আছে……তা নিয়েই একটা জরিপ করা যেতে পারে ! অতএব, সাধু সাবধান ! সতর্ক থাকুন……………….. ………………..সত্যিকারের স্বপ্ন নিয়ে বাঁচুন |

প্রচারণায় ……অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment