L O A D I N G

I got “SA Associates” & You ?

ফেসবুক খুললেই হাজার রকমের পোস্ট । বেশীরভাগ পোস্টই হচ্ছে কতটা সস্তায় চিপ টেকনিকে আপনাকে কানাডায় পাঠানো যায় ? IELTS ছাড়া কানাডার ভিসা এবং ভর্তি এই পোস্টের চাহিদাই বেশী । কারণ, এই IELTS-এর প্রতি আমাদের ছাত্র-ছাত্রীদের দুর্বলতা বেশী । আর এই সরলতাকেই পুঁজি করে গড়ে উঠেছে ফেসবুক নির্ভর কনসালটেন্সি । কানাডা থেকে ছাত্র নামধারী কিছু বাংলাদেশী টাউট এর সঙ্গে যুক্ত হয়েছে । কানাডার একটা ফোন নাম্বার থাকে , এখান থেকে ফোন দিলে ইংলিশে কথা বলে ক্লায়েন্টস হান্ট করে , কনফার্মড করে তার শিকার । এভাবেই প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে আমাদের কোমলমতি ছাত্র-ছাত্রী । অনেকে আবার স্টুডিওতে অভিনেতা-অভিনেত্রীর মতো এক্টিং করিয়ে ভিডিও প্রচার করছে । যতরকমের চালাকি আছে, সব পথেই হাটছে কিছু ফার্ম । সবাইকে বোকা বানানো গেলেও শা এসোসিয়েটস টিমকে বোকা বানানো যাবে না । আপনি যদি আর বোকা বা কারো শিকার না হতে চান, তাহলে দয়া করে ফাইনাল ডিসিশন নেবার আগে একবার শা এসোসিয়েটস অফিস ঘুরে আমাদের এক্সপার্টের সাথে কথা বলে যান । আসলেই ফাইল খুলতে হবে, এমন নয় । শা টিমের কোনো অফিসার কখনোই আপনার মোবাইল নাম্বার রেখে রাত-দিন যখন-তখন ফোন দিয়ে ডিস্টার্ব করবে না, কখনো করেও নাই ! আমাদের রেকর্ড বলছে, আমরা গত দশ বছরে কোনো ভিজিটরকে একদিনও ফোন দেইনি । কেউ প্রমান দিতে পারবে ? —- শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment