
বেসরকারি বিদেশী ব্যাঙ্কের তালিকায় বাংলাদেশের অন্যতম ব্যাঙ্ক HSBC, আবার স্টুডেন্ট কনসালটেন্সি এবং ইমিগ্রেশন সার্ভিস সেক্টরে অদ্বিতীয় অপ্রতিদ্বন্দী প্রতিষ্ঠানের নাম শা এসোসিয়েটস। সেই দুটি প্রতিষ্ঠান যখন একসাথে কোনো বিষয়ে সাইনিং সিরিমনি প্রোগ্রাম করে, এগ্রিমেন্ট করে একসাথে পথ চলার জন্যে অঙ্গীকারবদ্ধ হয়, তখন বুঝতে হবে — শা এসোসিয়েটসকে কেন মূল্যায়ন করতে চায় এই বিদেশী ব্যাঙ্ক! সত্যিকারের সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন বলতে যা বোঝায়, সেইটা হচ্ছে শা এসোসিয়েটস। HSBC ব্যাঙ্ক যেমন আজকে বিশ্বে একটি টপ টেন ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রির মধ্যে সেরা, ঠিক তেমনি শা এসোসিয়েটস। এখন থেকে HSBC ব্যাংকের সেরা গ্রাহক যারা Select একাউন্ট স্টেটাস বিলংস করেন, তাঁদের সন্তানদের উচ্চশিক্ষার জন্যে পরামর্শ গাইডলাইন প্রায়োরিটি সার্ভিস দিতে শা এসোসিয়েটস ও HSBC ব্যাঙ্ক একসাথে কাজ করবে। আমরা HSBC ব্যাংকের নিকট কৃতজ্ঞ, আমরা অভিভূত আমাদেরকে এতটা মূল্যায়ন করার জন্যে। শত শত কনসালটেন্সি ফার্মের ভিড়ে আমাদেরকে নির্বাচিত করার জন্য কর্পোর্রেট ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আমাদের আন্তরিক ধন্যবাদ। শা এসোসিয়েটসের এক্সেকিউটিভ টিম জানাচ্ছে গ্রেট স্যালুট।