L O A D I N G

How to Write a Study Plan

উচ্চশিক্ষার জন্য কানাডায় পাড়ি দিতে চাওয়ার পরিকল্পনা তৈরিতেও দিতে হয় পর্যাপ্ত গুরুত্ব এবং সময়। কানাডায় স্টুডেন্ট ভিসার জন্য যখন আপনি আবেদন করবেন, কিছু কথা আপনাকে মাথায় রাখতেই হবে, যার মধ্যে অন্যতম, আপনার স্টাডি প্ল্যান।কিভাবে তৈরি করবেন আপনার স্টাডি প্ল্যান? রইল কিছু গুরুত্বপূর্ণ উপদেশ আপনার জন্য;

মনে রাখবেন, আপনার স্টাডি প্ল্যান এমন একটি তথ্য, যার মাধ্যমে ভিসা অফিসার বুঝতে পারবেন আপনার শিক্ষালাভের উদ্দেশ্যে কানাডা যাওয়ার কারণ, সাফল্যলাভের আগ্রহ এবং আপনি ভবিষ্যতকে কিভাবে দেখতে চাইছেন। স্টাডি প্ল্যান হওয়া উচিত সংক্ষিপ্ত অথচ তথ্যসমৃদ্ধ। কানাডায় শিক্ষালাভ কিভাবে আপনাকে সাফল্য এনে দিতে পারে এবং বর্তমান শিক্ষাকে আরও সমৃদ্ধ করতে পারে, তার ব্যাপারে গুরুত্ব দিন। এই স্টাডি প্ল্যান যখন আপনি ভিসা অফিসারকে জমা দেবেন, এর মধ্যেই যেন আপনার ভবিষ্যতের সুপরিকল্পিত চিন্তাভাবনা ফুটে ওঠে, একজন শিক্ষার্থীর আঙ্গিকে।

এই কৌশলগুলি আশাকরি আপনাকে সুন্দর একটি স্টাডি প্ল্যান বানাতে সাহায্য করবে;
 সংক্ষেপে মূল বক্তব্য রাখুন। কানাডায় শিক্ষা লাভ নিয়ে আপনার আগ্রহ, উৎসাহ এখানে প্রকাশ করবেন না, বরং কানাডায় পড়লে কিভাবে আপনি আপনার ভবিষ্যত এবং শিক্ষাক্ষেত্র সমৃদ্ধ করতে পারেন, সেই বিষয়ে জোর দিন।
 আপনার স্টাডি প্ল্যান যেন বাস্তবিক তথ্যসমৃদ্ধ হয়।
 ইংরেজি ভাষায় অতিমাত্রায় দক্ষ একজনকে আপনার স্টাডি প্ল্যান তৈরিতে সাহায্য করতে বলুন।

Submit a study plan which answers the following questions and includes any other information relevant to the processing of your application:

1. Why do you wish to study in Canada in the program for which you have been accepted?
2. What is your overall educational goal?
3. Why are you not pursuing a similar program in your country of residence or of citizenship?
4. What research have you done into studies in your country of residence or of citizenship?
5. How will this program enhance your employment opportunities in your country of residence or of citizenship?
6. What ties do you have to your country of residence or of citizenship?
7. In the case of a minor applicant, what are your reasons for studying in Canada? What is your parents’ or guardians’ immigration status in their current country of residence?
8. Provide details of your education history – dates when the course started and ended, the name and address of the school, the course taken, qualification, degree or certificate awarded for the course.

Please let us know if you need any further information.

To “Your” Success,
SA Associates

 

Leave a Comment